দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টানা ৩৫দিন শুটিং শেষ করে শাকিব খান ও পূজা চেরী ঢাকায় ফিরেছেন। এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমার শুটিং চলে জামালপুর ও টাঙ্গাইলে।
শাকিব খান ও পূজা চেরী শনিবার রাতে ঢাকায় ফিরলেও পুরো টিমের শুটিং শেষ হতে লাগবে আরও ৩ দিন। পর্দায় বেশীরভাগই সিনেমাতেই নায়ক শাকিব খানকে সুপারস্টার ইমেজেই দেখা যায়। তবে গলুই চলচ্চিত্রে তাকে দেখা যাবে ব্যতিক্রমি চরিত্র ঢুলি’র চরিত্রে। সুপারস্টার ইমেজ পাল্টে তিনি অজপাড়া গাঁয়ের এক সাধারণ যুবকের চরিত্রে এবার হাজির হচ্ছেন শাকিব খান।
সংবাদ মাধ্যমকে বলেন, গলুইয়ের মাধ্যমে পর্দায় দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। নতুনত্ব দেওয়ার জন্যই কাজটি করলাম। এর গল্প যেমন সুন্দর, তেমনিভাবে এই সিনেমার গানগুলোর মন ছুঁয়ে যাওয়ার মতোই। সবকিছু মিলিয়ে ‘গলুই’ হচ্ছে লার্জার স্কেলের একটি সিনেমা।
শুটিংয়ের শুরু হতেই তুমুল আলোচনায় আসে ‘গলুই’। দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই সিনেমা মুক্তি প্রসঙ্গে পরিচালক অলিক বলেছেন, যতো দ্রুত মুক্তি দেওয়া যায় সেই চেষ্টা করছি। দর্শকদের পাশাপাশি আমি নিজেও খুব এক্সাইটেড গলুই প্রেক্ষাগৃহে পৌঁছে দেওয়ার জন্য। আশা করছি খুবদ্রুত বিশেষ কোনো দিনে ‘গলুই’ মুক্তি দিতে পারবো।
পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের এই সিনেমা ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। খোরশেদ আলম খসরু সিনেমাটি প্রযোজনা করছেন।
খোরশেদ আলম খসরু জানান, সরকারি অনুদান ৬০ লাখ পেলেও গলুইয়ের বাজেট ২ কোটির কাছাকাছি। বাকি টাকা তিনি লগ্নী করে বড় আয়োজনে সিনেমাটির কাজ শেষ করেছেন।
গলুই সিনেমায় শাকিব খান ও পূজা চেরী ছাড়াও আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরীসহ অনেকেই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।