দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেটফ্লিক্স যে ভিডিও গেমের দুনিয়ায় আসতে চলেছে সেটি প্রায় সবাই জানে। এবার শোনা যাচ্ছে যে, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে গেম খেলার জন্য সাবস্ক্রিপশনের ব্যবস্থা থাকছে।
যেমন বর্তমানে নেটফ্লিক্সে সিনেমা, সিরিজ দেখার জন্য সাবস্ক্রিপশনের প্রয়োজন হয়, তেমন ভিডিও গেমের ক্ষেত্রেও করতে হবে। তবে এই গেমগুলি পাওয়া যাবে কেবলমাত্র অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণে।
আইফোনে যে সংস্করণটি ব্যবহার করা হয়ে থাকে, সেখানে এখন কোনও ভিডিও গেম পাওয়া যাবে না বলেও জানিয়েছে সংস্থাটি। এর আগেও অবশ্য সিনেমা কিংবা সিরিজের মধ্যে ভিডিও গেমের ছোঁয়া দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলো নেটফ্লিক্স। ‘ব্ল্যাক মিরর’ নামে একটি সিরিজের বিশেষ একটি পর্ব দর্শকদের জন্য ভিডিও গেমের আদলে বানিয়েছিলেন নির্মাতারা। সেই পর্বটিতে ঘটনাপ্রবাহ আসলে কোন দিকে এগিয়ে যাবে, সেই সিদ্ধান্ত নিতেন দর্শকরাই। তবে এবার পুরোপুরি ভিডিও গেম আনলো এই সংস্থাটি।
এ পর্যন্ত ৫টি ভিডিও গেম প্রকাশ করা হয়েছে। যার মধ্যে একটি হলো তাদের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ অবলম্বনে নির্মিত। বলা হয়েছে যে, আগামী দিনে সব বয়সের দর্শকদের জন্য নানা ধরনের ভিডিও গেমও আনবে নেটফ্লিক্স। এই গেমগুলো খেলার জন্য বর্তমানে অতিরিক্ত কোনও টাকা দিতে হচ্ছে না। শুধুমাত্র নেটফ্লিক্সের অ্যাকাউন্ট থাকলেই চলবে। তবে পরবর্তীতে বিশেষ কিছু গেম খেলার জন্য অতিরিক্ত অর্থও দিতে হতে পারে বলে জানানো হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।