দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জ্বালানি তেলের দাম বাড়ায় খরচ বাঁচাতে সাধের মোটরসাইকেলটি বিক্রি করে নিত্যদিনের যাতায়াতের সঙ্গী হিসেবে ঘোড়াকেই বেছে নিয়েছেন ভারতের জনৈক যুবক।
এক প্রতিবেদনে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ার বাসিন্দা অলোক কুমার নামে ওই যুবক দীর্ঘদিনের ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রি করে দুই জোড়া ঘোড়া কিনেছেন।
কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ভারত সরকার পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে দেওয়ায়, জ্বালানি তেলের খরচ বাঁচানোর পাশাপাশি উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর এক বার্তা হিসেবেই ঘোড়াগুলো কিনেছেন তিনি।
জানা যায়, অলোক প্রায় ৮ বছর কর্মসূত্রে সৌদি আরবে বসবাস করেন। সেখানেই ঘোড়ায় চড়ার বিষয়টি রপ্ত করেন তিনি। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন তিনি।
অলোকের ঘোড়া কেনা দেখে স্থানীয় অনেকেই এই বিষয়ে উৎসাহী হয়েছেন। অনেকেই এখন তার কাছে ঘোড়া চালানোর প্রশিক্ষণও নিতে আসছেন বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়। তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।