দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যবহারকারীদের জন্য প্লেব্যাক ফিচার নিয়ে হাজির হয়েচৈ ইনস্টাগ্রাম। এই ফিচারে ২০২১ সালের সেরা স্টোরির রিক্যাপ ব্যবহারকারীদের সামনে তুলে ধরতে যাচ্ছে এই ইমেজ এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।
২০২১ সালে পুরোবছর ধরে কী কী ছবি এবং ভিডিও স্টোরি ইনস্টা ব্যবহারকারীরা পোস্ট করেছেন, মেটার এই নিজস্ব প্ল্যাটফর্ম সেটি এক সপ্তাহের জন্য দেখাবে।
ইনস্টাগ্রামের তরফ হতে গ্রাহকদের কাছে স্টোরির একটা সেটও নিয়ে আসা হবে। তারপর গ্রাহকরা নিজেদের প্লেব্যাক ভিডিও শেয়ার করার আগে তা রিমুভ ও সিলেকশনের অপশনও পেয়ে যাবেন। ইতিমধ্যেই ফিচারটি চালু হয়েছে।
ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম ফিডে একটি বাটন দেওয়া হয়েছে, সেখানে একটি ব্যানার দেখানো হচ্ছে। এই বাটনের সাহায্যেই ব্যবহারকারীরা নিজেদের স্টোরি আর্কাইভ হতে স্টোরি কিউরেট করতে পারবেন। সেই পুরনো স্টোরিগুলো ব্যবহারকারীর প্রোফাইলে ২০২১ প্লেব্যাক হিসেবে দেখানো হবে। এই ফিচারটি লক্ষ্য করে সর্বপ্রথম রিপোর্ট তৈরি করেছে
ম্যাশাবল।
অটোমেটিক্যালি যে সব স্টোরি সিলেক্টেড হয়ে যাবে, সেগুলি ব্যবহারকারীরা রিমুভ করতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, এমন কিছু অযাচিত ছবি থেকে গেলো, যেগুলি ব্যবহারকারীর প্রয়োজনই নেই। সেগুলোও রিমুভ করে রাখা যাবে। ২০২১ সালের যে কোনও ছবির সঙ্গে তা রিপ্লেস করা যাবে, সেগুলো আবার ব্যবহারকারীর প্লেব্যাক লিস্টে যোগ হয়ে যাবে।
এই স্টোরি রি-শেয়ার করার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামের নতুন এই প্লেব্যাক ফিচারে ছোট গ্রুপ কিংবা ব্যবসায়ীদেরও সারা বছরের সেরা মুহূর্তুগুলো তুলে ধরা যাবে। ব্যবহারকারীরাও নিজেদের পুরো বছরের ইয়ার ইন রিভিউ ভিডিও ক্রিয়েট করতে পারবেন, সেখানে তাদের সারা বছরের ইনস্টা স্টোরির রিক্যাপ দেখানো হবে। এই ফিচারটি স্পটিফাই-এর র্যাপড ফিচার দ্বারা অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে। এর সাহায্যে ব্যবহারকারীরা পুরো বছরের সেরা ৯টি পোস্টের গ্রিড তৈরি করে তা স্টোরিতে শেয়ারও করতে পারবেন।
আর এর মধ্যে আবার পুরাতন একটি ফিচারও ফিরিয়ে নিয়ে আসছে ইনস্টাগ্রাম। কোম্পানির অরিজিন্যাল ক্রোনোলজিক্যাল ফিড যা ২০১৬ সালে তুলে নেওয়া হয়, তাই আবারও ফিরে আসছে। উল্লেখ্য, ফেসবুক, ট্যুইটারের মতোই অ্যালগোরিদমিক্যালি সর্টেড ফিড ব্যবহারকারীদের অফার করে থাকে ইনস্টাগ্রাম। এবার সেই স্থানে ব্যবহারকারীরা ক্রোনোলজিক্যাল অর্ডারে পোস্টও দেখতে পারবেন। নিজেদের প্ল্যাটফর্মে নিশ্ছিদ্র নিরাপত্তার দিকটি নিশ্চিত করতে এই ফিচারটি আবার নিয়ে আসছে এই সোস্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। তথ্যসূত্র: ইত্তেফাক।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।