দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ‘হারিয়ে যাওয়া বাড়ি’ নাটকটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। এই নাটকটি চ্যানেল আই এ আজ (১৬ ডিসেম্বর) রাতে প্রচারিত হবে।
নাটকটির কাহিনী এমন: বিশাল এক রিসোর্ট করেছেন আবদুল্লাহ রানা। সেখানে ঘুরতে আসেন ইমন। একই সময় আসেন রিসোর্টের মালিক রানাও। সঙ্গে তারই মেয়ে নাদিয়া। এই সুবাদে ইমন এবং নাদিয়ার সখ্যতা গড়ে ওঠে। এই সম্পর্কের বাধ সাধে ইমনের মা। ছেলের বিয়ে নিয়ে যখন মা অস্থির ছিলেন, সেখানে মা শেষ পর্যন্ত বাধা দেন। আবদুল্লাহ রানা’র সঙ্গে পরিচয় হওয়ার পর সবকিছুই যেনো আটকে যায়।
ভয়ঙ্কর এক জটিলতার সূচনা ঘটে। তৈরি হয় ঝামেলা। শেষ পর্যন্ত সেই ঝামেলা কাটিয়ে কী নিজেদের সম্পর্ক অটুট রাখতে পারবেন ইমন-নদী? নাকি ঘটে যাবে অন্য কিছু?
এমনই এক গল্পে নির্মিত হয়েছে আসন্ন বিজয় দিবসের এই বিশেষ নাটক ‘হারিয়ে যাওয়া বাড়ি’। ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে ‘বাড়ি’ সিরিজের নাটকটি পরিচালনায় ছিলেন অরুণ চৌধুরী।
এই নাটকটি ফরিদুর রেজা সাগরের গল্প নিয়ে অরুণ চৌধুরী’র টানা ১০ম নাটক। বিজয় দিবসের দিন রাত ৮টায় চ্যানেল আইতে প্রচারিত হবে এই নাটকটি। নাটকটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, নাদিয়া নদী, আবদুল্লাহ রানা, অবিদ রেহান এবং শেলীসহ অনেকেই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।