দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ডেস্কটপ থেকে লাইভস্ট্রিমিং করার সুবিধা আনতে চলেছে টিকটক। টিকটক লাইভ স্টুডিও নামে একটি উইন্ডোজ অ্যাপের মাধ্যমে সেবাটির পরীক্ষাও চালানো হচ্ছে।
এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্পিউটার হতেও টিকটক প্ল্যাটফর্মে ব্রডকাস্ট করতে পারবেন।
এই সফটওয়্যারটির মাধ্যমে সরাসরি স্ট্রিমিং করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হবে গেম লাইভস্ট্রিমিং, যাকে টুইচের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। গেম স্ট্রিমিংয়ে টুইচ ইতিমধ্যে বিশ্বব্যাপী অভাবনীয় সাড়াও ফেলেছে।
শুধু ডেস্কটপ কম্পিউটারই নয়, লাইভ স্টুডিও ব্যবহারকারীরা তাদের ফোন এবং গেমিং কনসোল হতেও কনটেন্ট লাইভ করতে পারবেন। একেবারে প্রাথমিক পর্যায়ে থাকা এই সফটওয়্যারে ক্রিয়েটররা উপহার, মন্তব্য ও কীওয়ার্ড ফিল্টারিংয়ের মতো সুবিধাও পাবেন।
বলা হয়েছে, ব্যবহারকারীরা তাদের ব্রাউজার উইন্ডোজকে স্ট্রিমিংয়ের সোর্স হিসেবে ব্যবহার করতে পারবেন না, যা অন্যান্য লাইভস্ট্রিমিং সফটওয়্যার যেমন ওবিএস কিংবা স্ট্রিমল্যাবসে করা যায়। বর্তমানে কয়েক হাজার ব্যবহারকারী সফটওয়্যারটির অ্যাক্সেসও পেয়েছেন বলে সংবাদ মাধ্যমের খবরে জানা যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।