দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দৈনন্দিন জীবন যাপনে অতি প্রয়োজনীয় বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। তবে বছরের শুরুর আগে এই বিষয়টি দেখে নিতে হবে। আজ জেনে নিন সেইসব বিষয়গুলো।
পরিচ্ছন্ন রেখে কী উপায়ে সহজেই অব্যবহার্য জিনিস সরিয়ে ফেলবেন বাড়ি হতে সেই বিষয়গুলো জেনে নিন।
বৈদ্যুতিক সরঞ্জাম
প্রতিনিয়ত নতুন বৈদ্যুতিক সরঞ্জাম কেনা এখন শুধুমাত্র বিলাসিতা নয়। পুরনো মোবাইল হতে চার্জার, ঘরে ফেলে রাখার অর্থই হলো তা অব্যবহার্য হয়ে পড়ে থাকে। তবে বৈদ্যুতিক জিনিস যেখানে সেখানে ফেলে দেওয়া মোটেও চলে না। সরাসরি যোগাযোগ করুন বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রয়কারী সংস্থার সঙ্গে। ইদানিং অনেক সংস্থাই বাতিল সরঞ্জামকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই ধরনের সামগ্রী ক্রয় করে থাকে।
জামাকাপড়
জামাকাপড় এমন একটি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, আলমারির সংখ্যা না বাড়িয়ে অপ্রয়োজনীয় পোশাক দান করে দিন কোনও স্বেচ্ছাসেবী সংস্থাকে।
বইপত্র
যারা বই পড়তে ভালোবাসেন, তাদের পক্ষে বই দিয়ে দেওয়ার মতো অসাধ্য দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই। তবে অযত্নে থাকলে ধুলো পড়তে পড়তে খুব খারাপ অবস্থা হয়ে যায় বইপত্রের। অযত্নে রাখার তুলনায় কোনও বিদ্যালয় কিংবা পাঠাগারে দান করে দিন এইসব বই। এক দিন যে লেখা আপনার ভালোবাসার উপাদান ছিল তা হয়তো কাল অন্য কারও ভালোবাসার পঙতি হয়ে উঠতে পারে।
জুতো
নতুন জুতো কেনার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কমতে থাকে পুরনো জুতোর ব্যবহার। বিশেষত খেলাধুলোর জুতো খুব সহজে খারাপ হয় না। তাই এই ধরনের জুতো বাড়িতে থাকলে দান করে দিতে পারেন স্থানীয় ক্লাব কিংবা গরীব মানুষদের মধ্যে। আবার অনেকেই জুতোর অভাবে খেলাধুলো করতে পারেন না, তাদের কিছুটা সাহায্য হতে পারে এই জুতোগুলো। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।