দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরবের জাবাল আল-লজ পর্বতের চূড়া এবার তুষারপাতের ঘটনায় বিস্ময় সৃষ্টি করেছে। তাবুক অঞ্চলের সাদা বরফের চাদরে ঢেকে যাওয়া চারপাশ মুগ্ধ বদনে উপভোগ করছেন সেখানকার বাসিন্দারা!
শনিবার এমন দৃশ্য দেখা গেছে মক্কা-মদিনার দেশ সৌদি আরবে। সৌদি গেজেটের এক খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তুষারপাতের ছবি ও ভিডিও। অনেকেই এই ধরনের তুষারপাতকে উপভোগও করছেন। বিশেষ করে সৌদির উত্তর-পশ্চিমে অবস্থিত জাবাল আল-লাউজ এলাকায় চিত্তাকর্ষক দৃশ্য চোখে পড়ছে। তুষারে ঢাকা পড়েছে গোটা এলাকাটি।
বিশ্বজুড়েই মনোমুগ্ধকর সেই দৃশ্যের চর্চা শুরু হয়েছে। অনেকেই অবাক হন, মরুর দেশ সৌদি আরবে কেমন করে এতো সুন্দর তুষারপাত হতে পারে! এসব ছবি-ভিডিও দেখে এমনিতেই পর্যটন এলাকা হিসেবে বিবেচিত এলাকাটি বর্তমানে পার্শ্ববর্তী প্রদেশের মানুষের রীতিমতো ভ্রমণকেন্দ্রে পরিণত হয়েছে।
খবরে জানা যায়, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে। এনসিএমের রিপোর্ট অনুযায়ী জানা যায়, রিয়াদ, মক্কা, মদিনা, পূর্বাঞ্চলীয় প্রদেশ, আল-বাহা, আসির, আল-কাসিম, জাজান, তাবুক, আল-জুফ ও হাইল অঞ্চলে মাঝারি হতে ভারী বৃষ্টিপাতও হতে পারে।
তাবুক প্রদেশটি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। রাজধানী তাবুক শহর হতে ২০০ কিলোমিটার দূরে জর্ডান সীমান্তবর্তী পর্বতশ্রেণীর মধ্যে অন্যতম একটি পর্বত হলো এই জাবাল আল-লজ। পর্বতটিতে বাদাম গাছ থাকায় এটিকে ওই নামেই ডাকা হয়। কারণ বাদামকে আরবি ভাষায় লজ বলা হয়ে থাকে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।