দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওমিক্রন যেভাবে ছড়াচ্ছে, তাতে করে করোনা মহামারি শেষ হওয়ার ইঙ্গিতই দেয়; এমনটা মত ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)।
এএফপি’র এক খবরে বলা হয়েছে, আমস্টারডামভিত্তিক এই সংস্থাটি ১১ জানুয়ারি এই মতামতটি জানিয়েছে। সাধারণ মানুষকে বারবার বুস্টার ডোজ দেওয়া মহামারি নিয়ন্ত্রণের কোনো টেকসই কৌশল নয় বলেও মনে করে ইএমএ। তবে কোভিড এখনও মহামারি রূপেই রয়েছে বলে সতর্ক করেছে এই সংস্থাটি।
এই বিষয়ে ইউরোপিয়ান মেডিসিন অর্গানাইজেশনের ভ্যাকসিন স্ট্র্যাটেজি বিভাগের প্রধান মারকো ক্যাভালেরি বলেছেন, মহামারি কবে শেষ হবে তা কেওই নির্দিষ্ট করে বলতে পারবে না। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে, প্রাকৃতিকভাবেই রোগ প্রতিরোধ সক্ষমতা গড়ে উঠছে। যা মহামারি শেষেরই লক্ষণ।
সেই সঙ্গে ক্যাভালেরি সতর্ক করে বলেছেন এই বলে যে, আমাদের ভুলে গেলে চলবে না যে, আমরা এখনও মহামারির মধ্যেই আছি।
উল্লেখ্য যে, গত এক সপ্তাহে ইউরোপজুড়ে ৮০ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়। সম্প্রতি সবচেয়ে বেশি মৃত্যু এবং সংক্রমণের রেকর্ডও ইউরোপের দখলেই। ওমিক্রন সংক্রমণের নতুন কেন্দ্র বর্তমানে ইউরোপ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।