দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক সময় গভীর রাতে বা কাকডাকা ভোরে ইমেইল লিখতে পছন্দ করেন অনেকেই। তবে সেই সময় জরুরি কোনও ইমেইল পাঠালে আপনার বস কিংবা কলিগ বা পরিচিত কেও যে রাগাশ্রয়ী হয়ে উঠতে পারেন, তা কী আপনি ভেবে দেখেছেন?
সেই সমস্যা থেকেই এবার মুক্তি দিতে জিমেইল নিয়ে এসেছে দুর্দান্ত এক ফিচার। এই ফিচারে যে কোনো ইমেইল লিখার পর, তা নির্দিষ্ট সময় শিডিউল করা যাবে। যথা সময়ে তা প্রাপকের কাছে পাঠিয়ে দেবে জিমেইল। তবে কীভাবে করবেন এই কাজটি? মোবাইল (অ্যান্ড্রয়েড ও আইফোন), কম্পিউটার – সব মাধ্যম থেকেই করা যাবে। আজ সেই উপায় জেনে নিন।
কম্পিউটার থেকে জিমেইল শিডিউল করতে
# প্রথমেই ব্রাউজারে জিমেইলটি ওপেন করুন।
# তারপর Compose বাটনে ক্লিক করে ইমেইলটি লিখে ফেলুন।
# যখন ইমেইল লেখা শেষ হবে তখন প্রাপকের ইমেল আইডি এবং সাবজেক্ট দিয়ে দিন।
# তারপর সেন্ড বাটনের পাশে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে।
# এবার আপনি শিডিউল সেন্ড অপশনে ক্লিক করুন।
# তার ঠিক পরেই রয়েছে আপনি কবে, কোন সময়, ওই ইমেইলটি পাঠাতে চান, সেটি সিলেক্ট করতে হবে।
# তারজন্য পিক ডেট ও টাইম সিলেক্ট করুন।
# এবার ক্যালেন্ডার থেকে দিন সিলেক্ট করে নিন, তারপর সময়ও বেছে নিন।
# স্ক্রিনের ডান দিকে নীচে সিডুইল সেন্ড সিলেক্ট করতে হবে।
কম্পিউটার থেকে শিডিউলড্ ইমেইল বাতিল করার নিয়ম জেনে নিন
# জিমেইল হোম পেজ ওপেন করে বাঁ দিকে সিডুইল সিলেক্ট করতে হবে।
# এখানে আপনার শিডিউল করা সব ইমেইল আপনি দেখতে পাবেন।
# যে ইমেইলটি আপনি বাতিল করতে চান, সেটিকে সিলেক্ট করে কেন্সেল সেন্ড অপশনটি আপনাকে বেছে নিতে হবে।
মোবাইল থেকে জিমেইল শিডিউল করতে যা করবেন
# আইফোন বা অ্যানড্রয়েড স্মার্টফোন থেকে জিমেইল অ্যাপটি ওপেন করুন।
# এখন যে ইমেইলটি শিডিউল করতে চান, সেটিকে Compose করতে হবে।
# অ্যানড্রয়েড ফোনের ক্ষেত্রে ডান দিকে উপরে থ্রি ডট মেনু দেখতে পাবেন। সেই মেনুতেই ট্যাপ করুন।
# এবার পপ-আপ মেনুতে শিডিউল অপশনটি সেন্ড সিলেক্ট করুন।
# যে সময় এই ইমেইলটি আপনি পাঠানে চান সেই সময় সিলেক্ট করতে হবে।
মোবাইল থেকে শিডিউল করা ইমেইল বাতিল করতে হলে করণীয়
# প্রথমে জিমেইল অ্যাপ ওপেন করুন।
# এখন বাঁ দিকে উপরে হ্যামবার্গার মেনু সিলেক্ট করে সেটি ওপেন করুন।
# এবার এখানে শিডিউল ট্যাব সিলেক্ট করুন।
# এখন যে ইমেইল বাতিল করতে চাইলে, সেটি সিলেক্ট করুন।
# সব শেষে কেন্সেল সেন্ড আইকনে ট্যাপ করতে হবে। সেন্ড আইকনের সঙ্গে একটি x যুক্ত থাকবে দেখতে পাবেন।
তথ্যসূত্র: ইত্তেফাক।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।