দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৬ ইঞ্চি মাপের ওই কঙ্কালটি কী ভিনগ্রহের প্রাণীর? এক যুগেরও বেশি সময় ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন বিজ্ঞানীরা। এবার বিজ্ঞানীরা সেই ৬ ইঞ্চি কঙ্কালের রহস্য ভেদ করলেন!
ওই ৬ ইঞ্চির কঙ্কাল নিয়ে কৌতূহল বাড়ছিল পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীদের ‘যাতায়াত’ নিয়ে। সাম্প্রতিককালে ইউএফও দেখা গেছে এমন কয়েকটি দাবি করা ঘটনাকে ঘিরে এমনিতেই ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নিয়ে বিশ্বে জোর তর্ক-বিতর্ক চলছে। তার মধ্যে ৬ ইঞ্চি মাপের ত্রিকোণা মাথার অদ্ভুতদর্শন একটি কঙ্কাল সেই জল্পনাকে আরও বেশি করে উসকে দিয়েছিলো।
২০০৩ সালে চিলির আটাকামা মরুভূমি হতে এই কঙ্কালটি উদ্ধার হয়। নাম দেওয়া হয় ‘আটা’। কঙ্কালটির মাথা অনেকটা শঙ্কু আকৃতির। দেহটিতে মাত্র ১০টি পাঁজর রয়েছে। চিলির লা নোরিয়ায় ধনসম্পদ খুঁজতে গিয়ে এই অদ্ভুতদর্শন কঙ্কালটি খুঁজে পান অস্কার মুনো নামে জনৈক ব্যক্তি। এরপর থেকেই ৬ ইঞ্চির এই কঙ্কাল নিয়ে রহস্য বাড়তে থাকে।
এই কঙ্কালের আকৃতি এতোটাই ছোট যে, সেটিকে ছোট চামড়ার একটি খাপে ভরে ফেলা যায়। ১৮ বছর পর সব রহস্যের পর্দা ফাঁস করলেন এবার বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, কঙ্কালটি একটি শিশুর। আনুমানিক ৪০ বছর আগে তার মৃত্যু ঘটেছিলো। জিনগত সমস্যার জন্য শরীরের বিকৃত গঠন ও হাড়ের বিকাশ ঘটেনি। বামনত্বের কারণেই এমন ঘটেছে বলে মত দিয়েছেন বিজ্ঞানীরা। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।