দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একটি নিরাপত্তা এলাকায় ঢুকে পড়ার কারণে একটি মুরগিকে হাজতে ভরা হয়েছে!
তবে মুরগিটি কোথা থেকে এসেছে কিংবা কীভাবে পেন্টাগনে পৌঁছালো তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় একটি পশু কল্যাণ সংস্থা বিষয়টি নিশ্চিত করে। মার্কিন বার্তা সংস্থার এক প্রতিবেদন থেকে এ খবর দেওয়া হয়েছে।
ভার্জিনিয়ার অ্যানিমেল ওয়েলফেয়ার লিগ অব আর্লিংটন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে যে, সম্প্রতি পেন্টাগনের কাছে মুরগিটিকে বিচরণ করতে দেখা যায়। প্রশ্ন হলো, কেনোই বা মুরগিটি রাস্তা পার হয়ে পেন্টাগনে প্রবেশের চেষ্টা করছিল।
অ্যানিমেল ওয়েলফেয়ার লিগ অব আর্লিংটনের মুখপাত্র চেলসি জোন্স বলেছেন, নির্দিষ্টভাবে পেন্টাগনের কোন স্থানে মুরগিটিকে পাওয়া গেছে তা তিনি জানাতেও পারছেন না। কারণ এমনটির কোনো অনুমোদন নেই। শুধু জানাতে পেরেছি, এটিকে একটি নিরাপত্তা চেকপয়েন্টে পাওয়া যায়। আর তারপরই তাকে আটকে রাখা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।