দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চরম খাদ্য সংকটের প্রেক্ষাপটেই আফগানিস্তানে অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। দেশটির ক্রমবর্ধমান মানবিক এবং অর্থনৈতিক সঙ্কট কমানোর প্রচেষ্টাকে উৎসাহিত করতে এই অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে থাকা দেশটির বিপুল পরিমাণ অর্থ জব্দ (ফ্রোজেন) করে। ওই অর্থ যেনো কোনোভাবেই তালেবানের হাতে না যায়, তা নিশ্চিতে আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি আহ্বানও জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি।
তবে আফগানিস্তানের ট্রাস্ট তহবিলে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও পারিবারিক কর্মসূচির জন্য প্রায় এক বিলিয়ন ডলার ছাড়ের একটি পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। দেশটির ক্রমবর্ধমান মানবিক এবং অর্থনৈতিক সঙ্কট কমানোর প্রচেষ্টাকে উৎসাহিত করতেই এই অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।
শুক্রবার রয়টার্সের খবরে বলা হয়, জাতিসংঘ বিশ্বব্যাংকের মাধ্যমে আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট ফান্ডে এই অর্থ দেবে। তবে নিষেধাজ্ঞা থাকায় তালেবান প্রশাসন নিজ হাতে এই অর্থ ব্যবহার করতে পারবেন না। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে যে, আগামী ১ মার্চ বিশ্বব্যাংকের বোর্ড এই নিয়ে আলোচনাতে বসবে।
গত কয়েক মাসে আফগানিস্তানে পুষ্টি এবং স্বাস্থ্য সহায়তার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি ও জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফকে একই ট্রাস্ট তহবিল হতে ২৮০ মিলিয়ন ডলার সফলভাবে বিতরণ করা হয়। বিশ্বব্যাংকের পক্ষ হতে বলা হয়, পরিকল্পনাটির অংশ হিসেবে চলতি ২০২২ সালে ওই ফান্ডের সম্পদে আরও ১ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে।
পরিকল্পনার লক্ষ্য অনুযায়ী, মোট ৬০০ মিলিয়ন ডলার করে ৪টি কিস্তি বিতরণ করা হবে ও বাকিটা বছরের অন্য সময়ের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ করবে। বিশ্বব্যাংকের তথ্যমতে, ফান্ডের উদ্দেশ্যই হলো- দুর্বলদের রক্ষা করা, মানব পুঁজি ও মূল অর্থনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সংরক্ষণ করা ও ভবিষ্যতের মানবিক সহায়তার প্রয়োজনীয়তা হ্রাস করা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।