দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলতি বছরের ৭ জানুয়ারি বহুল প্রতীক্ষিত ‘শান’ মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছিলো। তবে করোনার ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কারণে মুক্তি স্থগিত করা হয়। এবার মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হলো।
নতুন করে মুক্তির তারিখ জানিয়ে বলো হয়েছে, আসছে রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে, ‘শান’ এর প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান।
আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে পুলিশি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ’শান’। ছবিটি নির্মাণ করেছেন নবীন নির্মাতা এম রাহিম। এটি হলো তার প্রথম কাজ। ইতিপূর্বে তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। কোলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে এই পরিচালকের।
নির্মাতা এম রাহিম বলেছেন, বিগ বাজেটের চলচ্চিত্র ‘শান’। এটা আসলে উৎসবে মুক্তি দেওয়ার মতোই একটি চলচ্চিত্র। আমরা কয়েকবার মুক্তির উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত মুক্তি দিতে পারিনি করোনার কারণে। এবার সব ঠিক থাকলে ঈদে শান মুক্তি পাবেই।’
এই ছবিটির গল্প লিখেছেন ছবির প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান এবং নাজিম উদ দৌলা। এই সিনেমায় সিয়ামের নায়িকা পূজা চেরী। তাছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ প্রমুখ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।