দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার স্মার্টফোনটি চার্জ হতে আগের থেকে কী অনেক বেশি সময় লাগছে? আজ আমরা আপনাকে এমন কিছু সহজ ও কার্যকর টিপস জানাবো, যা অনুসরণ করলে আপনার ফোনের চার্জিং স্পিড বাড়বে।
অব্যবহৃত অ্যাপগুলো ডিলিট করুন
আপনার ফোনে যদি এমন কোনো অ্যাপ থেকে থাকে যেগুলো আপনি কখনই ব্যবহার করেন না, তাহলে অবিলম্বে সেগুলো অবশ্যই ডিলিট করে ফেলুন। যে কারণে আপনার ফোনের চার্জিং স্পিডও বাড়বে।
ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করুন
মোবাইল ফোন কেনার সময় যে চার্জারটি দেওয়া হয়, সেটি দিয়ে আপনার ফোন চার্জ করার চেষ্টা করুন। বা ভালো ব্র্যান্ডের চার্জার ব্যবহার করতে পারেন।
ফোনে কোনো ভারি গেম খেলবেন না
আপনার স্মার্টফোনে বড় সাইজের ভারি কোনো গেম খেললে আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত ড্রেনেজ হতে থাকে। যে কারণে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তো থাকেই সেইসঙ্গে ফোন চার্জ হতেও অনেক বেশি সময় লেগে যায়।
মেমোরি ক্লিয়ার রাখুন
আপনার স্মার্টফোনে যদি বড় সাইজের একগাদা ভারি ফাইল ও ভিডিও জমিয়ে রাখেন, তাহলে আপনার স্মার্টফোনের ইন্টারনাল স্পেস দখল হওয়ার পাশাপাশি চার্জিং স্পিডও কমতে থাকবে। তাই অপ্রয়োজনীয় ফাইল ও ভিডিও ডিলিট করে ফোনের মেমোরি প্রতিদিন ক্লিয়ার করা আবশ্যক।
ক্যাশে ক্লিয়ার রাখুন
স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহারের কারণে প্রচুর পরিমাণে ফাইল ক্যাশে জমা হতে থাকে। যতো বেশি পরিমাণে অ্যাপ ব্যবহার করবেন, ততো বেশি ক্যাশে ফাইল আপনার ফোনে জমাও হতে থাকবে। এটি শুধু আপনার ফোনের ইন্টারনাল স্পেসই দখল করে তা না, আপনার ফোনের ব্যাটারিও দ্রুত ড্রেনেজ হওয়া ও চার্জিং স্পিড কমে যাওয়ার পিছনেও ক্যাশে ফাইলের বিরাট বড় অবদানও থাকে। তাই ফোনের চার্জিং স্পিড বাড়াতে অবশ্যই সারা দিন শেষে ফোনের ক্যাশে ডেটা ক্লিয়ার করতে হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।