দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পশ্চিমা বিশ্বের সতর্কতা এবং হুঁশিয়ারিকে উপেক্ষা করে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুই অঞ্চলকে স্বীকৃতি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এই বিষয়ে এক আদেশে স্বাক্ষরও করেছেন তিনি। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পুতিনের এই সিদ্ধান্তের পর বেজায় চটেছে পশ্চিমা বিশ্ব। এই নিয়ে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ‘আমি স্বঘোষিত ডোনেস্ক পিপলস রিপাবলিক এবং লুহানস্ক পিপলস রিপাবলিক-কে স্বীকৃতি দেওয়ার জন্য রাশিয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা করছি।’
অপরদিকে এর নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিন্দা জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসও। তিনি বলেছেন, পুতিনের এই সিদ্ধান্ত মিনস্ক চুক্তির অধীনে রাশিয়ার প্রতিশ্রুতিগুলোর জন্য স্পষ্ট এক অবজ্ঞা।
বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিনের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেন। তিনি রাশিয়ার এই ধরনের পদক্ষেপকে ‘অশুভ এবং অত্যন্ত অন্ধকার লক্ষণ’ বলে অভিহিত করেছেন।
এস্তোনিয়ার প্রেসিডেন্টও পুতিনের এই ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়।
ইতিপূর্বে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুই অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার নিন্দা জানিয়েছিলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ।
মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এমন সিদ্ধান্ত যেনো না নেয় সেজন্য আগে থেকেই দেশটিকে সতর্ক করে আসছে। এই নিয়ে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার স্বীকৃতি দেওয়া ওই দুই অঞ্চলে নিষেধাজ্ঞা দেওয়ার কথাও ভাবছেন। তথ্যসূত্র : বিবিসি, সিএনএন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।