দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক মুক্তির পূর্বেই বাংলাদেশে মুক্তি পেতে চলেছে আলোচিত ছবি ‘দ্য ব্যাটম্যান’। ৪ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্চে ছবিটি। সেন্সর ছাড় সাপেক্ষে তার একদিন পূর্বেই (৩ মার্চ) বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এই ছবি।
সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, টিকেটের চাহিদা ও দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে ইতিমধ্যেই অগ্রীম টিকেট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। ২৪ ফেব্রুয়ারি থেকে তাদের সবগুলো শাখাতে টিকেট বিক্রি হচ্ছে।
বিশ্বজুড়ে অগণিত চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় সুপারহিরো হলো এই ‘ব্যাটম্যান’। এবার ‘ব্যাটম্যান’ পর্দায় আসছে নতুন রূপে। বিষয়টি নিয়ে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে যায় ভক্তদের মধ্যে। তবে এবার আগের ব্যাটম্যানদের থেকে অনেকটা পৃথক হতে চলেছে সব কিছুই।
ইতিপূর্বে পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’ দেখে মানুষ প্রেমে পড়ে যান ক্রিস্টিয়ান বেল (ব্যাটম্যান), মাইকেল কেন (অ্যালফ্রেড), হিথ লেজার (জোকার) এবং গ্যারি ওল্ডম্যান (কমিশনার গর্ডন)-এর। তাই নতুন ব্যাটম্যান ছবিটি নিয়ে অনেক জল্পনা ছিল পুরো বিশ্বের মানুষদের মনে।
হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন জানিয়েছেন যে, ‘দ্য ব্যাটম্যান’ ছবির শেষের অংশ দেখলেই সিক্যুয়েল চাইবেন এর দর্শকরা। ছবির শেষটা নাকি চমকে দেওয়ার মতোই। ছবির প্রচারণা অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্ট প্যাটিনসন জানান, ‘ডার্ক নাইট’-এর চেয়ে সম্পূর্ণ আলাদা হবে এই ‘দ্য ব্যাটম্যান’। ছবির গল্প দর্শকদের ধারণার বাইরে। একেবারেই ভিন্ন ধরনের এক গল্প। গল্পে কী রয়েছে ধারণা করাও কঠিন ব্যাপার। শেষটা চমকে যাওয়ার মতোই।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।