দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাশিয়ার বিরুদ্ধে একের পর এক আরোপিত নিষেধাজ্ঞার প্রভাবে পশ্চিমাদেরই বেশি ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিশেষ করে পশ্চিমা বিশ্বে খাদ্য ও জ্বালানির দাম বাড়বে বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। বিপরীতে, মস্কো এসব সমস্যার সমাধান করবে ও আরও শক্তিশালী হয়ে উঠবে বলে জানিয়েছেন এই একরোখা নেতা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১০ মার্চ) অনুষ্ঠিত রুশ সরকারের বৈঠক টেলিভিশনে প্রচারিত হয়। সেখানে ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান করার বিকল্প কিছু ছিল না। রাশিয়া এমন দেশ নয় যে, স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভের কারণে নিজেদের সার্বভৌমত্বের সঙ্গে আপস করবে।’
যে কোনো অবস্থাতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হতো জানিয়ে পুতিন বলেন, ‘এসব নিষেধাজ্ঞার কারণে কিছু প্রশ্ন, সমস্যা ও অসুবিধা রয়েছে। তবে অতীতে আমরা সেগুলো কাটিয়ে উঠেছি, এখন আবারও আমরা সেগুলো কাটিয়ে উঠবো। শেষ পর্যন্ত এটি আমাদের স্বাধীনতা, স্বয়ংসম্পূর্ণতা ও সার্বভৌমত্ব বৃদ্ধির দিকে পরিচালিত করবে।’
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘মস্কো হলো অন্যতম প্রধান শক্তি উৎপাদনকারী একটি দেশ। যারা ইউরোপের এক তৃতীয়াংশ গ্যাস সরবরাহ করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, তারা আমেরিকান বাজারে রাশিয়ান তেল আমদানি বন্ধ করবে। যে কারণে সেখানে দাম বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি অনেক বেড়ে গেছে। তারা তাদের নিজেদের ভুলের ফল আমাদের ওপরই চাপানোর চেষ্টা করছে।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।