দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের জন্য কোনো অবস্থাতেই তিনি দেশের পূর্বাঞ্চলীয় ভূখণ্ডের অধিকার ত্যাগ করবেন না। এই সাক্ষাৎকারটি ১৭ এপ্রিল প্রকাশিত হয়।
ইউক্রেনের প্রেসিডেন্টকে সিএনএন’র সাংবাদিক জ্যাক ট্যাপার প্রশ্ন করেছিলেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনের পূর্বাঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার পক্ষে যেসব মানুষ বলছেন তাদের কী জবাব দেবেন আপনি?
জবাবে তিনি বলেন, ইউক্রেনের শত বছর পুরনো ইতিহাসে ইউক্রেন হয় কিছু ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে কিংবা কিছু ভূখণ্ড ত্যাগের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। ইউক্রেন এবং আমাদের দেশের জনগণ একেবারেই স্পষ্ট: আমরা অপর কারও ভূখণ্ড চাই না ও আমাদের নিজেদের ভূখণ্ডও কাওকে দেবো না।
ওই সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেছেন, আমরা নিজেদের ভূখণ্ড কখনও ত্যাগ করতে পারি না। তবে আমাদের অবশ্যই রাশিয়ার সঙ্গে কিছু সংলাপ চালাতেই হবে যদি তারা সক্ষম হয়। এজন্য আমরা এখনও প্রস্তুত। তবে দিন দিন এই সুযোগও কমে আসছে।
তিনি মনে করেন, বুচা, বরোদিয়াঙ্কা এবং মারিউপোল শহরে যা ঘটেছে তারপর রাশিয়ার সঙ্গে সমঝোতার পক্ষে থাকবেন না ইউক্রেনের অনেক মানুষ।
সম্প্রতি কিয়েভের লড়াইয়ে নিজেদের জয়ী ঘোষণা করে ইউক্রেন, বিষয়টি উল্লেখ করে ট্যাপার প্রশ্ন করেন জেলেনস্কি কী বিশ্বাস করেন পূর্বাঞ্চলেও তারা জয়ী হবেন?
এর জবাবে জেলেনস্কি বলেন, আমাদের জন্য ডনবাসের লড়াই খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।