দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৬ মাস কক্ষপথে থাকার পর গত সপ্তাহেই ফিরে এসেছে চীনা নভোচারী। আবারও জুনে নতুন মহাকাশ স্টেশনে আরও ৩ জন নভোচারীকে পাঠাবে তারা।
চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের পরিচালক হাও চুন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা এক প্রতিবেদনে জানিয়েছে, শেনঝু ১৪ ক্যাপসুলের সদস্যরা ঘাঁটিতে দু’টি মডিউল (যন্ত্রাংশ) যুক্ত করতে ৬ মাস তিয়ানগং এ থাকবেন।
চীনের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচি ২০০৩ সালে কক্ষপথে দেশটির প্রথম নভোচারী পাঠিয়েছিলো। ২০১৩ সালে রোবট রোভারগুলো চাঁদে ও গত বছর মঙ্গলে অবতরণ করে। কর্মকর্তারা চাঁদে একটি সম্ভাব্য দল পাঠানোর বিষয়েও আলোচনা করেছেন।
তিয়াংগং বা স্বর্গীয় প্রাসাদের মূল মডিউলটি ২০২১ সালের এপ্রিল মাসে কক্ষপথে স্থাপন করা হয়। এই বছর নির্মাণ শেষ করার পরিকল্পনা করা হয়।
শেনঝু ১৩–এর সদস্যরা অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার উত্তরাঞ্চলের গোবি মরুভূমিতে অবতরণ করেন।
প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর চীনই তৃতীয় দেশ যারা মহাকাশে মহাকাশচারী পাঠিয়েছে। ২০১১ ও ২০১৬ সালে উৎক্ষেপিত স্টেশনগুলোর পর তিয়ানগংই হলো চীনের তৃতীয় মহাকাশ স্টেশন।
চীন সরকার ২০২০ সালে ঘোষণা করেছিল যে, দেশটির প্রথম পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান একটি পরীক্ষামূলক উৎক্ষেপণের পর অবতরণ করেছে। তবে এর স্বপক্ষে কোনো ছবি কিংবা বিবরণ এখনও প্রকাশ করা হয়নি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।