দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টিনেগ্রোর একটি গাছের ভিতর থেকে ফোয়ারার মতোই অবিরতভাবে বেরিয়ে আসছে পানি!
প্রকৃতির এই খেলা সত্যিই এক বিচিত্র। মাঝে-মধ্যেই এমন অনেক ঘটনা প্রকৃতিতে ঘটে থাকে, যা সাধারণভাবে ব্যাখ্যা করা কঠিন। তেমনই একটি ঘটনা দেখা গেছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টিনেগ্রোতে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মন্টিনেগ্রোর একটি গাছের ভিতর থেকে ফোয়ারার মতোই অবিরতভাবে বেরিয়ে আসছে পানি!
মন্টিনেগ্রোর ছোট্ট একটি গ্রাম হলো এই ডিনোসা গ্রাম। সেই গ্রামেই এক ঘাসজমির উপরই রয়েছে বিশাল একটি মালবেরি গাছ, সেই গাছের কাণ্ডের ভিতর থেকেই ফোয়ারার মতো বেরিয়ে আসছে পানি। দেখে মনে হবে যেনো গাছের ভিতরে চালু রয়েছে পানির ধারা। তা থেকেই বেরিয়ে আসছে অবিরাম পানির এই ধারা। স্থানীয়রা দাবি করেছেন, বছরে মাত্র দু’-তিন দিন এই ঘটনাটি ঘটে থাকে। তাই স্বচক্ষে বিষয়টি দেখতে পারা অনেকটা বিরল।
তবে প্রশ্ন হলো কেনো এমন ঘটে? বিশেষজ্ঞরা দাবি করেছেন যে, গোটা স্থানটির নীচেই রয়েছে একটি অন্তঃসলিল ফল্গুধারা। বর্ষাকালে মাটির পানিরস্তর বেড়ে গেলে সেই ফল্গুধারা বেরিয়ে আসতে থাকে মাটির উপর। ভূ-স্তরে কোনও রকম ছিদ্র থাকলে সেই ছিদ্র দিয়েই বেরিয়ে আসে মাটির নীচের পানি। এই ক্ষেত্রে গাছটির কাণ্ডটি কাজ করছে অনেকটা একটি ফাঁপা নলের মতোই। যেহেতু গাছটি মাটির গভীরে প্রোথিত, তাই সেই নলের মতো অংশ দিয়ে বেরিয়ে আসছে মাটির নীচের পানি।
তবে ঘটনা যায়ই হোক না কেনো এমন বিস্ময়কর দৃশ্য যারা স্বচোক্ষে দেখছেন তারা বিস্মিত হচ্ছেন। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।