দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বানরের বাঁদরামি নিয়ে নতুন কিছুই বলার নেই। জঙ্গল থেকে আদালত চত্ত্বর, সবজায়গাতেই তাদের বাঁদরামি চলতে থাকে। তবে এবার খুনের প্রমাণ নিয়ে পালালো এক বানর!
ভারতের রাজস্থানের জয়পুরে বানরের উৎপাত অন্য জায়গার চেয়ে একটু বেশিই। সম্প্রতি সেখানকার একটি খুনের মামলার প্রমাণ লোপাট করে ফেললো একটি দুষ্টু বানর। এতে করে বিপত্তিতে পড়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ঘটনা। সেই সময় চন্দওয়াজি থানা এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্রে এক ব্যক্তির মৃত্যু ঘটে। ঘটনায় খুনের অভিযোগ করেন পরিবারের লোকেরা। এরপর ঘটনা তদন্তে নামে দেশটির জয়পুর পুলিশ। ৫ দিনের মধ্যেই চন্দওয়াজির অভিযুক্ত দুই বাসিন্দা রাহুল কান্দেরা এবং মোহনলাল কান্দেরাকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলার শুনানির আগ মুহূর্তেই এমন কাণ্ড ঘটিয়েছে ওই বানরটি।
পুলিশ জানিয়েছে, আদালতে অপরাধীদের পেশ করতে সমস্ত তথ্য প্রমাণ সঙ্গে আনা হয়। যেই ব্যাগে সবকিছুই রাখা ছিল, সেটিকে কিছুক্ষণের জন্য আদালত চত্বরের একটি গাছতলায় রাখা হয়। তাতেই ঘটে বিপত্তি। হঠাৎই ওই ব্যাগটি নিয়ে পালিয়ে যায় একটি বানর। এমনকী যে ছুরি দিয়ে খুন করে অপরাধীরা, তাও ছিল ওই ব্যাগেই। বানরের পিছনে ধাওয়া করেও উদ্ধার করা যায়নি ওই ব্যাগটি। তথ্যসূত্র : সংবাদ প্রতিদিন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।