দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘গলুই’ ছবিটি আগামীকাল (শুক্রবার) থেকে দেশের বড় বড় সিঙ্গেল স্ক্রিনে চলবে। যে কারণে নতুন করে আরও বেশি দর্শক ‘গলুই’ ছবিটি উপভোগের সুযোগ পাচ্ছেন।
গতকাল (বুধবার) খবরটি দিয়েছেন ছবিটির পরিচালক এস এ হক অলিক। সপ্তাহ দুয়েক আগে মুক্তি পায় ‘গলুই’। আলোচনার তুঙ্গে থাকা সত্ত্বেও সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি তুলনামূলক কম সংখ্যক সিনেমা হল পেয়েছিল। জামালপুরে বিকল্প ব্যবস্থায় শুরু হয় প্রদর্শনী। শাকিবের আরেকটি ছবি ‘বিদ্রোহী’ শতাধিক সিনেমা পায়।
অপরদিকে, এম রাহিম পরিচালিত বড় বাজেটের ছবি ‘শান’ গুনতিতে কম হল পেলেও ঢাকার বাইরে সিঙ্গেল স্ক্রিনগুলো বেশ ভালোই পায়। এবার সেই সব বড় বড় সিঙ্গেল স্ক্রিনেই চলবে ‘গলুই’, যা দেখার জন্য মুখিয়ে ছিলেন দেশের দর্শকরা।
পরিচালক অলিক বলেন, ঢাকার চিত্রমহল, মধুমিতা, বিজিবি, সৈনিক ক্লাব ছাড়াও যশোরের মনিহার, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবানি, সৈয়দপুরের তামান্না, বরিশালের অভিরুচি, মুক্তারপুরের পান্না, সাতক্ষীরার সংগীতা হলে চলবে গলুই।
গলুই ছবিতে শাকিব খান এবং পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ ও সমু চৌধুরী সহ আরও অনেকেই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।