দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, রাশিয়া তাদের ২২ মিলিয়ন টন খাবার রফতানি আটকে দিয়েছে।
পর্তুগীজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদেরকে জেলেনস্কি বলেছেন যে, আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনকে তার বন্দরগুলোকে অবরোধমুক্ত করতে সহায়তা না করলে জ্বালানি সংকটের পর খাদ্য সংকটও দেখা দেবে।
চলমান সংকট নিরসনে সামরিক সমাধানে একটি উপায় হতে পারে বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন যে, ইউক্রেনের সৈন্যদের বিনিময়ে রুশ সৈন্যদের মুক্তি দিতে তারা সম্মত।
তবে ক্রিমিয়ার এক বিচ্ছিন্নতাবাদী নেতা জানিয়েছেন যে, মারিউপোল স্টিল প্লান্ট হতে প্রায় আড়াই হাজার ইউক্রেন সৈন্য বন্দি হয়েছে। যার মধ্যে ৭৮ জনই নারী। তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।
অপরদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট ডুডা ইউক্রেনের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বলেছেন যে, ইউক্রেনকেই তাদের ভবিষ্যত নির্ধারণ করতে হবে। তিনি ইউক্রেনিয়ানদের তার দেশের অতিথি বলেও মন্তব্য করেছেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন পোলিশ প্রেসিডেন্ট।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।