দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রেমের কারণে পৃথিবীতে অনেক কিছুই ঘটে যায়। এবারও ঠিক তাই ঘটেছে। প্রেমের টানে নদী সাঁতরে ভারতে বাংলাদেশী তরুণী!
পানিতে যতোই কুমির থাক, তাতে কি ই বা যায় আসে! তাকে তো সাঁতরেই যেতে হবে। কারণ মাতলা নদীর ওপারে ভারতে অপেক্ষা করছেন প্রেমিক। তাই সুন্দরবনের বাঘ-কুমিরের ভয়েও পিছপা হননি বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগরের তরুণী কৃষ্ণা রাণী মণ্ডল।
ওপারে থাকা প্রেমিককে বিয়ে করতে টানা এক ঘণ্টা ধরে মাতলা নদী সাঁতরেই পৌঁছান ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কৈখালীতে। সেখান থেকে তাকে গাড়িতে করে নিয়ে আসেন তারই প্রেমিক অভীক। নদী-জঙ্গল ও বিপজ্জনক পথ পেরিয়ে কালীঘাটে গিয়ে বিয়ে করে ভালোবাসার মানুষকে নিয়ে সংসার শুরু করেন। পরে প্রেমের কারণে জীবন বাজি রাখার এই গল্প লোকমুখে ছড়িয়ে পড়ে সবদিকে। তারপর এই গল্প পৌঁছে যায় পুলিশের কানে। সোমবার রানিয়া এলাকাতে হানা দেয় স্থানীয় নরেন্দ্রপুর থানা পুলিশ। বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে তারা কৃষ্ণাকে গ্রেফতার করেন। সোমবারই তাকে আদালতে তোলা হয়। ভারতীয় প্রায় সব সংবাদমাধ্যম এই খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে খবরে জানানো হয় যে, বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগরের বাসিন্দা কৃষ্ণা মণ্ডলের সঙ্গে ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার নরেন্দপুর থানার রানিয়া এলাকার যুবক অভীক মণ্ডলের পরিচয় হয় ফেসবুকে। ৬ মাস আগে পরিচয়ের পর মেসেঞ্জারে কথোপকথনও হতো। প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। এই সম্পর্কের ভিত্তিতে অভীককে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন কৃষ্ণা। তবে ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট কিংবা ভিসা নেই তার কাছে। শেষ পর্যন্ত সুন্দরবনের বিপজ্জনক জঙ্গল ও নদী পেরিয়ে ভারতের দক্ষিণ চব্বিশ পরগণায় যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে ওই তরুণী।
পরিকল্পনা অনুযায়ী গত সপ্তাহে সুন্দরবনের ভয়ংকর সব জঙ্গল পেরিয়ে নেমে পড়েন বাংলাদেশ-ভারত সীমান্তের মাতলা নদীতে। যে নদীতে যখন তখন বাঘ-কুমিরের মুখে পড়ার আশঙ্কাও ছিল তার। তবে সেই বিপদের তোয়াক্কা না করে প্রায় এক ঘণ্টা ধরে নদী সাঁতরে ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কৈখালীতে ঢুকে পড়েন কৃষ্ণা রাণী মণ্ডল।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।