দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেটিজেনদের বলা যায় জীবন ফেসবুক। ফেসবুক ছাড়া দুনিয়া যেনো অচল! বাংলাদেশের ৯০ শতাংশের ডিজিটাল সংযোগ দখল করে রয়েছে এই সোশ্যাল মিডিয়াটি।
ইন্টারনেট ব্যবহার করেন অথচ ফেসবুক ব্যবহার করেন না, এমন মানুষের সংখ্যা বর্তমান সময়ে হাতেগোনা দু’একজন। বরঞ্চ অনেকের কাছে ইন্টারনেট মানেই হলো ফেসবুক।
তাই এক কথায় বলা যায়, বর্তমান সময়ে ফেসবুক হয়ে উঠেছে বড় একটা ই-কমার্স প্লাটফর্ম। বলা যায় যে, কেনাকাটার পাশাপাশি বর্তমান সময় হাসি-কান্না, মান-অভিমান, অনেক কিছুই ফেসবুককেন্দ্রীক হয়ে উঠেছে। যে কারণে জনপ্রিয় এই সোশ্যাল সাইটটিতে ব্যবহারকারীদের সুবিধার্থে নানা ফিচারও রয়েছে। যার সব ফিচার হয়তো আমরা সবাই জানি ওনা, আবার জানলেও হয়তো ব্যবহারই করি না।
বিভিন্ন ফিচার/ট্রিকস ব্যবহারে ফেসবুক ব্যবহারের মজা আরও বেড়ে যায়। আজ জেনে নিন ফেসবুকে বড় ফন্টে লেখা পোস্ট করার নিয়ম:
ফেসবুকে পোস্টের সময় লেখাগুলোকে বোল্ড করে, ইটালিক করে বা লেখার ফন্ট সাইজ বড় পোস্ট করা যাবে। তবে এই সুবিধা কেবল গ্রুপ পোস্টের জন্যই প্রযোজ্য। অর্থাৎ গ্রুপে পোস্ট লেখার সময় আপনি চাইলেই বড় ফন্ট, বোল্ড, ইটালিকসহ আরও বেশ কিছু ফরম্যাটে লিখে পোস্ট করতে পারবেন আপনি চাইলেই।
সেজন্য যা করতে হবে তা হলো, ফেসবুক গ্রুপে পোস্ট আগে লিখতে হবে। তারপর লেখার যে অংশটুকু আপনি বড় ফন্টে দিতে চাইছেন তা সিলেক্ট করতে হবে। এরপর দেখতে পাবেন একটি পপআপ মেন্যু চলে এসেছে। এখান থেকে ‘H1’ অপশনে ক্লিক করলেই তখন ফন্টের আকার বড় হয়ে যাবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।