দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি লরির ভেতর হতে ৪২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই লাশের সবাই অভিবাসী বলে মনে করা হচ্ছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের উপকণ্ঠে একটি লরিতে এইসব মানুষকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে। আজ মঙ্গলবার (২৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, লরির ভেতর হতে আরও অন্তত ১৬ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এই বিষয়ে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেছেন যে, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিউইয়ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর হতে গাড়ি চালক পলাতক রয়েছে। সান আন্তোনিওর পুলিশ কর্মকর্তারা তাকে গ্রেফতার করতে অভিযান শুরু করেছে।
জানা যায়, টেক্সাসের সান আন্তোনিও শহর মার্কিন-মেক্সিকান সীমান্ত হতে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে অবস্থিত।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এইসব মানুষের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেই দায়ী করেছেন। তিনি বলেছেন যে, এটি বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’।
বিবিসি আরও জানিয়েছে, কীভাবে এসব মানুষ মারা গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং স্থানীয় পুলিশ এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্যও করেনি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।