দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ১৯ জুলাই কিংবদন্তী কথাসাহিত্যিক এবং প্রখ্যাত নির্মাতা হুমায়ূন আহমেদ এর প্রয়াণ দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।
আজ ১৯ জুলাই কিংবদন্তী কথাসাহিত্যিক এবং প্রখ্যাত নির্মাতা হুমায়ূন আহমেদ এর প্রয়াণ দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।
আজকের এই দিন অর্থাৎ ১৯ জুলাই, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের আজকের এই দিনে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানেন জনপ্রিয় এই কথাশিল্পী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান । ২৪ জুলাই গাজীপুরে নিজ হাতে গড়া স্বপ্নের নুহাশপল্লীতে চিরনিদ্রায় শায়িত হন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো জাতি।
দেশের চ্যানেলগুলোর মধ্যে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসকে সামনে রেখে তারই নির্মিত ৩টি অনবদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি প্রচার করা হচ্ছে। যারমধ্যে ১৭ জুলাই ছিলো ‘আমার আছে জল’, ১৮ জুলাই ছিলো ‘শ্রাবণ মেঘের দিন’ ও আজ ১৯ জুলাই প্রচার হচ্ছে ‘ঘেটুপুত্র কমলা’।
এছাড়াও এদেশের বিভিন্ন টিভি চ্যানেল হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসকে সামনে রেখে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদ ছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন লেখক। উপন্যাসে তার প্রতিভার বিস্তার ঘটলেও তাঁর শুরুটাতে ছিল কবিতা। তারপর নাটক, শিশুসাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, চলচ্চিত্র পরিচালনা থেকে শিল্প-সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে যান প্রতিভার স্বাক্ষর। হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের বৈজ্ঞানিক কল্পকাহিনীর একজন জনকও বটে।
হুমায়ূন আহমেদ নেত্রকোনার কেন্দুয়ায় ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।