দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২২ জুলাই ২০২২ খৃস্টাব্দ, ৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, ২২ জিলহজ্ব ১৪৪৩ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
নান্দনিক নকশা ও সুনিপুণ নির্মাণকাজ জানান দেয়, প্রাচীন ঐতিহ্যের ছাপ দেদীপ্যমান মসজিদটিকে। এটি মুসলিম ইতিহাসের নান্দনিকতার এক স্বাক্ষী। এতো সুন্দর ও সুদর্শন একটি মসজিদ এবং শৈল্পিক অবকাঠামো রয়েছে, তা অনেকে হয়তো জানেনই না।
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ধর্মপুর গ্রামে অবস্থিত এই ভাঙ্গা মসজিদ। স্থাপত্যকলা, শিল্প-সৌন্দর্যের আধার ধর্মপুরে ভাঙা মসজিদটি ঠিক কতো বছর আগে তৈরি করা হয়, এর সঠিক কোনো তথ্য জানা যায়নি।
ওই এলাকার প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা হলে জানা যায়, কোনো এক সময় প্রাচীন মসজিদটির আশপাশে মুসলিম ঘন জনবসতিপূর্ণ ছিল। মসজিদের পাশে বিশাল পুকুর থাকার কারণেই এখানে প্রাচীন মসজিদটি নির্মাণ করা হয়েছিল।
এই মসজিদটির গঠন পদ্ধতি ও স্থাপত্য কৌশল শিল্পসমৃদ্ধ এবং অনন্য। ৯ গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতির এই মসজিদটির ভেতর রয়েছে চারটি সুদৃঢ় খিলান। আর দরজা রয়েছে মাত্র একটি। দ্বিতল ভবনের ভেতরে মেহরাব এবং দেওয়ালে অঙ্কিত রয়েছে বিভিন্ন কারুকাজের ফুলদানি এমনকি ফুলও। মসজিদের দেওয়ালের গাঁথুনি ৪ ফুট প্রস্থ, যা চুন এবং সুরকি দিয়ে গাঁথা।প্রাচীন স্থাপত্যকলার সুদৃশ্য মসজিদটি চিকন ইট, চুনচুরকির নির্মিত দেওয়ালে এখনও নকশা করা কারুকাজ বিদ্যমান। চার পিলারের ওপর দাঁড়িয়ে থাকা এই মসজিদের নির্মাণশৈলী মনোমুগ্ধকর। এই মসজিদটির সম্ভাব্য বয়স নির্ধারণ করা হয়েছে ৪০০/৫০০ বছর।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।