দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই সুখবরটি একটি ফেসবুক স্ট্যাটাসে নিজেই জানিয়েছেন, মা হচ্ছেন ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি।
গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন যে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবা’ই? আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টের’ই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নেই দিনগুলো কেটে যাচ্ছে। কারণ হলো, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি- ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোওয়া করবেন।
গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
রাকিবকে স্বামী হিসেবে পেয়ে এবার স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহও করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতেও যান তারা। কখনও বন্ধুদের সঙ্গে, আবার কখনও শুধু তারা দু’জনে। সব মিলিয়ে দারুণ চলছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন।
বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায় যে, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই রয়েছেন তিনি। এই দম্পতির ভালোবাসার নমুনা প্রতিনিয়তই দেখছেন নেটিজেনরা। তবে এবার নতুন অতিথির খবর দিয়ে ভক্তদের উৎফুল্ল করেছেন মাহিয়া মাহি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।