দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশে উন্নত প্রযুক্তি মেডিকেল গ্যাসপাইপ লাইন সরঞ্জামাদি ব্যবহার বিষয়ক এক মতবিনিময় সভা ৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের মেডিকেল গ্যাস পাইপলাইন সিষ্টেমে উন্নত প্রযুক্তির মেডিকেল গ্যাস পাইপলাইন সরঞ্জামাদি ব্যবহার, সকল সরঞ্জামাদির ফ্যাক্টরী বাংলাদেশে স্থাপন সম্ভাবনা এবং নকশা প্রণয়ণে “মেগাসান বাংলাদেশ” প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাদেশে উন্নত প্রযুক্তি মেডেকেল গ্যাস পাইপলাইন সরঞ্জামাদি ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা বুধবার (৫ অক্টোবর-২০২২ ইং) বিকাল ৫টায় ঢাকাস্থ অত্র প্রতিষ্ঠানের নিজস্ব কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্ক দেশের বিখ্যাত মেডিকেল গ্যাস পাইপলাইন সরঞ্জামাদি প্র¯দতকারক প্রতিষ্ঠান “মেগাসান” এর মান্যবর চেয়ারম্যান জনাব আরিফ চিলেকটিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “মেগাসান” এর মান্যবর বোর্ড অফ মেম্বার জনাব ইউনুস চিলেকটিন। মতবিনিময় সভা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন “মেগাসান” বাংলাদেশ ও নেপালের সি.ই.ও জনাব প্রকৌশলী মোঃ নাজমুল হাসান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন “মেগাসান বাংলাদেশ” এর জেনারেল ম্যানেজার জনাব মোঃ ওয়াহিদুল হাসান। বক্তারা বলেন, ইতিমধ্যেই গণপূর্ত অধিদপ্তর প্রধান প্রকৌশলী সহ অন্যান্য প্রকৌশলীদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান প্রকৌশলী সহমত পোষণ করেন যে, মেগাসান বাংলাদেশ সেন্ট্রাল অক্সিজেন সরঞ্জামাদির কারখানা স্থাপন করে বাংলাদেশে মেডিকেল প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে সার্বিক সহযোগীতা প্রদান করছেন। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ও গণমাধ্যমকর্মীদের নিকট “মেগাসান বাংলাদেশ” এর কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা কামনা করেন। খবর প্রেসবিজ্ঞপ্তির।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।