দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময় তথ্যপ্রযুক্তি মানুষের জীবন মানকে যেনো পাল্টে দিয়েছে। আধুনিক নানা সুযোগ-সুবিধা এখন ভোগ করতে পারছে মানুষ। তেমনই একটি ডিভাইস হলো স্মার্টফোন।
জন্মগত প্রবৃত্তি অনুসারে মানুষ জীবনকে সহজ করতেই বেশি ভালোবাসে। তথ্যপ্রযুক্তির এই সময় মানুষকে তাই এমন কিছু ডিভাইস বেছে নিতে হয়, যেনো খুব দ্রুত ও সহজে সেই তথ্য জানতে পারে। মানুষের সেই কাজটি আজকাল পূরণ করছে স্মার্টফোন। তবে স্মার্টফোনের পাশাপাশি স্মার্টওয়াচের চাহিদাও বাড়তে শুরু করেছে। বাজারে নানা মূল্যের স্মার্টওয়াচ পাওয়া যায়। সাধারণ মানুষ বিশেষত তরুণ-তরুণীদের মধ্যে এই গ্যাজেটেদের চাহিদাও রয়েছে ব্যাপক।
তাহলে এই স্মার্টওয়াচ ব্যবহারের সুবিধা কী? সেই বিষয়গুলো নিয়েই আজকের এই প্রতিবেদন।
সাশ্রয়ী মূল্যেও স্টাইল আধুনিক!
বাজারে লাক্সারি ওয়াচ বা ভালোমানের ঘড়ির দাম এখনও অনেকেরই সাধ্যের বাইরে। অথচ বিভিন্ন দামের স্মার্টওয়াচ থাকে মোটামুটি অনেকেরই সাধ্যের মধ্যেই। ৩ হাজার বাজেটে চাইলে বেশ ভালো মানের একটি স্মার্টওয়াচ আপনি কিনতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো, এইসব স্মার্টওয়াচের জন্যে আপনাকে স্টাইলও বিসর্জন দিতে হবে না। প্রায় সব স্মার্টওয়াচ মেনুফ্যাকচারারই আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হয়। তবে বাজেট বাড়ালে আরও ফিচারসমৃদ্ধ ওয়াচ পেতে পারেন। এইসব স্মার্টওয়াচ যে কোনো অনুষ্ঠান বা ইভেন্টে আপনি পরে যেতে পারবেন স্বাচ্ছন্দ্যে।
স্বাস্থ্যসচেতনদের পার্সোনাল ট্রেইনার
করোনা মহামারির সময় হতে কমবেশি সবাই স্বাস্থ্যসচেতন হতে শুরু করেন। এইসব স্মার্টওয়াচে হার্টরেট সেন্সর, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাকারসহ অনেক কিছুই রয়েছে। যে কারণে আপনার হার্ট রেট, আপনি কতোটুকু হেঁটেছেন, কতোটুকু ওয়ার্ক আউট করেছেন, আপনি ক্যালরি কতোটুকু ঝরিয়েছেন, তার সব তথ্যই জানতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্য সতর্ক থাকতে হবে। স্মার্টওয়াচ হলেই চলবে না। কারণ নিম্নমানের স্মার্টওয়াচে যে সেন্সর ব্যবহার করা হয়ে থাকে, এতে নির্ভুল তথ্য নাও দিতে পারে। তাই কেনার পূর্বে ভালো মানের স্মার্টওয়াচ দেখে তারপর কিনুন।
মোবাইলের ব্যবহার
নানা ব্যস্ততায় বা অপ্রয়োজনেই আমাদের মোবাইলফোন ব্যবহার করতে হয়। তবে মোবাইলফোন ব্যবহার সবসময় করা সম্ভবও হয় না। মনে করুন আপনি হয়তো জিমে ওয়ার্ক আউট করছেন, এই সময় কোনো জরুরি কল আসলো। সেটা বুঝবেন কিভাবে ফোন হাতে না নিয়ে? অথবা আপনি বাসের ভিড়ে আটকে রয়েছেন বা রাস্তা পার হচ্ছেন। পকেট থেকে মোবাইল বের করে তা দেখার ঝুট-ঝামেলা রয়েছে। সেক্ষেত্রে স্মার্টওয়াচ একটি ভালো উপায় হবে। বিভিন্ন দাম অনুযায়ী স্মার্টফোন ফিচার আনে। স্মার্টফোনগুলো মোবাইল ফোনের সঙ্গে সংযুক্তও করে নেওয়া যায়। এতে করে আপনার ফোনের নোটিফিকেশন, কললিস্ট, মেসেজ, সামাজিক মাধ্যমের নোটিফিকেশন সবই আপনি দেখতে পাবেন। আবার গান শোনার সময় গান বদলাতে হলেও স্মার্টওয়াচ দিয়েই তা করতে পারবেন খুব সহজেই। আপনার মোবাইলফোনের ব্যবহার কিছুটা হলেও কমে আসবে।
স্মার্টফোন নাকি স্মার্টওয়াচ?
স্মার্টওয়াচ পুরোপুরি স্মার্টফোনকেই টেক্কা দিচ্ছে- একথা কিন্তু বলার সুযোগ নেই। তবে স্মার্টফোনের সাধারণ ফিচারগুলো কিছু কিছু স্মার্টওয়াচও নিয়ে এসেছে। শুধু একটা সিম থাকলে আপনি স্মার্টওয়াচটিকে একটি ফোন বানিয়ে নিতে পারতেন। আপনাকে ফোনের সঙ্গেও সংযুক্ত করতে হবে না। এতে যারা মোবাইল ফোন আসক্তি কমাতে চাইছেন, তাদের বেশ সুবিধা হবে। সেইসঙ্গে ইন্টারনেট সুযোগ থেকেও বঞ্চিত হতে হবে না আপনাকে। আপনি এইসব স্মার্টওয়াচ থেকে ব্রাউজ, ইমেজ দেখা, কল করা এবং রিসিভ করা, সব সুবিধাই পেতে পারেন।
ফোন খুঁজে পাবেন সহজেই
হঠাৎ করে আপনার ফোনটি খুঁজে পাচ্ছেন না। প্রচণ্ড আতঙ্ক নিয়ে আপনি চারপাশে খুঁজে বেড়াচ্ছেন অস্থির হয়ে। সেক্ষেত্রে এই স্মার্টওয়াচ কাজে আসে। আপনার ফোনের সঙ্গে স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে ‘Find My Phone’ ফিচারের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই খুঁজে বের করতে পারবেন আপনার মোবাইল। এভাবে চুরি যাওয়া ফোনটির অনুসন্ধানেও আপনার সুবিধা হবে বেশ।
পথ খুঁজতে পারেন সহজে
বর্তমানে অধিকাংশ স্মার্টওয়াচেই জিপিএস ট্র্যাকারও থাকে। যে কারণে স্মার্টওয়াচ থেকেই বর্তমানে খুব সহজেই অচেনা পথকে চেনা বানিয়ে নিতে পারবেন। আর সেই জন্যে ঘন ঘন ফোন বের করে গুগল ম্যাপ আপনাকে দেখতে হবে না। শুধু স্মার্টওয়াচে সোয়াইপ ও টাচ করলেই হয়ে যাবে।
স্মার্টওয়াচ আপনার পার্সোনাল এসিসট্যান্ট
বর্তমান প্রেক্ষাপটে স্মার্টওয়াচ আপনার পার্সোনাল অ্যাসিসট্যান্ট হয়ে উঠতে পারে খুব সহজেই। এই গ্যাজেটকে কেন্দ্র করে আপনি সহজেই রুটিন তৈরি করে নিতে পারবেন। যাদের উদ্দেশ্য হতে পারে ওজন নিয়ন্ত্রণে রাখা, তারা ফিটনেস ট্র্যাকারের তথ্য দেখেই খাদ্যাভ্যাস ও শরীরচর্চার অভ্যাসে রদবদল করতে পারেন। মজার একটি বিষয় হলো, আজকাল এইসব গ্যাজেটে স্লিপ মনিটরও থাকে। যে কারণে আপনি কতোটুকু সময় ঘুমের সময় ব্যয় করেছেন, তা ঠিকঠাক জানতে পারবেন। কোনোদিন ঘুমের ব্যত্যয় হলেই আপনার ঘড়িই আপনাকে জানিয়ে দেবে। তাছাড়াও আপনার গুরুত্বপূর্ণ সব নোটিফিকেশন, কল এবং গান শোনার নিয়ন্ত্রণও করে এই স্মার্টওয়াচ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।