দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লোহিত সাগরে সাঁতার কেটে সৌদি আরব হতে মিসরে পৌঁছালেন প্রথম আরব নারী মরিয়ম বিন লাদেন।
জলবায়ু শীর্ষ সম্মেলনে (কপ-২৭) যোগ দিতে সাগর পাড়ি দেন এই নারী দন্ত চিকিৎসক! সৌদি আরবের সংবাদ মাধ্যম আল-এরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়, মূলত জলবায়ু পরিবর্তনের জন্যই বিশেষভাবে ঝুঁকিপূর্ণ প্রবাল প্রাচীর সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতেই এই পদক্ষেপটি নিয়েছেন তিনি।
হুমকিতে থাকা ২০টিরও বেশি প্রবাল প্রজাতিকে ইতিমধ্যে তালিকাভুক্তও করা হয়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপন্ন প্রজাতি আইনের অধীনে দুটি প্রজাতিকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করা হয়।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ থাকলেও প্রবাল প্রাচীরগুলো কমপক্ষে ৭০ শতাংশ কমে যাবে। এই অবস্থায় যদি ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে ২০৭০ সালের মধ্যে বিশ্বের প্রায় সব প্রবাল প্রাচীরই হারিয়ে যেতে পারে।
সাঁতার শেষ করার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই দীর্ঘ যাত্রার বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন মরিয়ম। তার সঙ্গে ছিলেন জাতিসংঘের সমুদ্র বিষয়ক পৃষ্ঠপোষক এবং সাঁতারু লুইস পুগ।
ইতিপূর্বে সিরিয়ার শরণার্থী শিশু এবং তাদের দুর্ভোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সাঁতার কেটেছিলেন মরিয়ম বিন লাদেন। ২০১৫ সালে প্রথম আরব নারী হিসেবে মরিয়ম বিন লাদেন তুরস্কে সাড়ে ৪ কিলোমিটার হেলেস্পন্ট সাঁতার কেটেছিলেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।