দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রীসভায় বড় ধরনের রদবদল আনলেন ঋষি সুনাক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অন্তত ৪ মন্ত্রীকে ছাটাই করেছেন ঋষি। তাছাড়াও দেশটির স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ গুরুত্বপূর্ণ দুই পদে নিয়োগও দিয়েছেন ঋষি সুনাক।
ঋষি সুনাকের নতুন মন্ত্রীসভা
জানা যায়, ডমিনিক রাবকে দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং জেরেমি হান্টকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ৪২ বছর বয়সী ঋষি সুনাক। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সময়েও ডমিনিক দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তাছাড়াও দেশটির স্বরাস্ট্রমন্ত্রী হিসেবে সুয়েলা ব্রেভারম্যানকে আবার ফিরে আনলেন ঋষি।
মন্ত্রীসভা থেকে যাদের বাদ দিয়েছেন
জেমস ক্লেভারলি পররাষ্ট্রমন্ত্রী পদেই বহাল থাকছেন ঋষির মন্ত্রিসভায়। একই সংগে বেন ওয়ালেসও প্রতিরক্ষামন্ত্রীর পদেই থেকে যাচ্ছেন। সেইসঙ্গে নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গিলিয়ান কেগান। অপরদিকে স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন স্টিভ বারক্লে। নতুন করে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে মার্ক হারপারকে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।