দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সুদের হার আবারও বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর প্রতিক্রিয়ায় এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে।
মুদ্রাস্ফীতি সামলাতে আবারও সুদের হার বাড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র। জার্মানি সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
মার্কিন সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়িয়েছে ০.৭৫ শতাংশ। যে কারণে গত ১৫ বছরের মধ্যে সুদের হারের রেকর্ড পরিমাণ বৃদ্ধি হলো। সেন্ট্রাল ব্যাংকের আশা যে, এর ফলে মুদ্রাস্ফীতি কমে আসবে এবং অর্থনীতি স্থির হবে।
তবে সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্তের ফল মোটেও ভালো হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রর ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়েল বলেছেন যে, সুদের হার আরও বাড়তে পারে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের পর মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বহু দেশই মুদ্রাস্ফীতিতে লাগাম পরাতে সুদের হার বাড়িয়েছে এবং বাড়াচ্ছে। জার্মানি, ফ্রান্স, ইটালিও মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রর এই সিদ্ধান্তের পর এশিয়ার শেয়ার বাজারেও ধস নামে।
হংকং, সাংহাই, সিওলের কসপিতে শেয়ার বাজার নিম্নমুখি হয়। সিডনিতেও শেয়ার বাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়ছে। ছুটির দিন হওয়ায় জাপানের শেয়ার বাজার বন্ধ ছিল। হংকংয়ে শেয়ার বাজার ৪৪৮ পয়েন্ট পড়ে গেছে, সাংহাইতে পড়েছে শূন্য দশমিক ২ শতাংশ, সিওলে শূন্য দশমিক ৬ শতাংশ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।