দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ফোনের নিরাপত্তা নিয়ে এখনই সতর্ক হওয়া উচিত। তা নাহলে ফোনে হতে পারে গোপন নজরদারি- চুরি হতে পারে আপনার প্রয়োজনীয় সব তথ্যই।
হ্যাকাররা সাধারণত জনপ্রিয় ও কার্যকরী অ্যাপগুলোর হুবহু আদলে তৈরি করা ম্যালওয়্যার যুক্ত অ্যাপ ‘গুগল প্লে স্টোরে’ রেখে দেন। যার মূল লক্ষ্যই হলো বিভ্রান্ত করে অ্যাপগুলো মোবাইল ফোনে ইনস্টল করিয়ে নেওয়া।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, প্লে স্টোর ব্যবহারকারীরা সম্প্রতি অনেক সন্দেহজনক অ্যাপ নিয়ে অভিযোগ করছেন। বেশির ভাগ অ্যাপগুলোতেই ক্ষতিকর ম্যালওয়্যার শনাক্ত করা হয়েছে।
কোনো অ্যাপ ইনস্টল করার পূর্বে তাই ভালো করে দেখে নেওয়া দরকার। তবে অনেক সময় অ্যাপগুলোর ডিজাইন আমাদের বিভ্রান্তিতে ফেলে দিতে পারে বা দেয়। সে ক্ষেত্রে আমাদের উচিত প্লে স্টোরে থাকা অ্যাপগুলোর রিভিউ ভালো করে দেখে নেওয়া। জনপ্রিয় ও কার্যকরী অ্যাপগুলোর রিভিউ দেখলেই বোঝা যাবে সেটি আসল ও নিরাপদ অ্যাপ কি-না।
তাছাড়াও সকল অ্যান্ড্রয়েড ফোনেই ‘গুগল প্লে প্রটেক্ট’ নামে একটি সেবা যুক্ত করা রয়েছে। এই সেবা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের সকল তথ্য ও অ্যাপগুলোকে রক্ষা করতে পারবেন। এটি আপনার ফোনে ইনস্টল করা অ্যাপগুলোর গতিবিধিও নজরে রাখে ও আপনার মোবাইল ফোনের তথ্যকে সুরক্ষিত রাখে।
গুগলের প্লে প্রটেক্ট সেবার আরেকটি সুবিধাই হলো- এটি প্লে স্টোর হতে কোনো অ্যাপ ইনস্টলের পূর্বে স্ক্যান করে নেয়। কোনো কোনো ক্ষেত্রে এটি নিজ থেকেই আপনার মোবাইল ফোনের ক্ষতিকারক অ্যাপ্লিকেশনগুলো অকার্যকর বা ডিলিট করে দেয়। তাছাড়াও সেবাটিতে যুক্ত রয়েছে অ্যালার্ট সার্ভিস। যখন কোনো অ্যাপ আপনার ব্যক্তিগত তথ্য দেখতে চাইবে তখন সেবাটি নোটিফিকেশন পাঠিয়ে আপনাকে সতর্ক করে দেবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।