দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ তিন বছর পর অভিনয়ে ফিরলেন শিমুল খান। পারিবারিক এবং ব্যক্তিগত কারণে অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। অবশেষে সব সমস্যা কাটিয়ে আবারও অভিনয়ে ফিরলেন এই অভিনেতা।
বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে নির্মিত টেলিভিশন ফিল্ম ‘বিশেষ অনির্বাণ ২০২২’-এই অভিনয় করলেন তিনি। এটি নির্মাণ করছেন রাইসুল ইসলাম অনিক। ২০ নভেম্বর বাংলাদেশ টেলিভিশনে এটি প্রচার করা হয়।
তাছাড়াও সিদ্দিক আহমেদের পরিচালনায় ‘অগোচোরা’ নামে একটি ওয়েব ফিল্ম ও কে এম নাঈম এবং মাহি ইসলাম মিতুলের যৌথ পরিচালনায় আরেকটি ওয়েব সিরিজেও অভিনয় করেন শিমুল। সেইসঙ্গে সরকারি অনুদানে ও মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামে একটি সিনেমাতেও শুটিং শেষ করেছেন তিনি। সাইফ চন্দন পরিচালিত ‘লাকাল’ ছবিতেও কাজ করেছেন এই অভিনেতা।
শিমুল অভিনীত নতুন সিনেমা ‘ইব্রাহিম’ মুক্তি পাবে আগামী বছর জানুয়ারি মাসে। সিনেমাটি নির্মাণ করেছেন প্রিন্স এ আর। সিনেমাতে আবারও ভিলেনের রূপে দেখা যাবে এই অভিনেতাকে।
অভিনয়ে ফিরে আসা সম্পর্কে শিমুল বলেছেন, পারিবারিক এবং ব্যক্তিগত কারণে গত তিন বছর যাবত কোনো অভিনয়ই আমি করিনি। কিছুদিন আগে আবার অভিনয়ে ফিরেছি। আশা করছি যে, এখন থেকে নিয়মিতভাে অভিনয়ে সময় দিতে পারবো।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।