দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশিক্ষণ ধরে চালানোর কারণে ল্যাপটপ বেশি গরম হয়ে যেতে পারে। তবে তামার কয়েন ব্যবহারের মাধ্যমে ল্যাপটপের অতিরিক্ত গরম হওয়া ঠেকানো যায়।
এই বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, কম্পিউটারে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের চেয়েও তামা অধিক তাপ পরিবাহী। থার্মোডাইনামিকসের সূত্র অনুযায়ী দেখা যায়, ল্যাপটপে যে প্লাস্টিক কিংবা অ্যালুমিনিয়াম থাকে, তারচেয়ে অধিক তাপ পরিবাহী এবং শোষক হিসেবেও কাজ করে তামা।
বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করে বলেছেন, পদ্ধতিটি ঠিকমতো পরীক্ষিত নয় বলে সবার ক্ষেত্রেই সমানভাবে কাজ করবে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তবে কয়েকজন টুইটার ব্যবহারকারী এই পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছেন বলে জানা যায়।
ল্যাপটপ ঠাণ্ডা রাখতে যা করবেন
# ল্যাপটপের ভেতরের ফ্যান ঠিকমতো কাজ করছে কি না, সেটি পরীক্ষা করুন। অনলাইনে পাওয়া যাবে, এমন ফ্যান পরীক্ষার সফটওয়্যারও পাবেন।
# সাধারণত ল্যাপটপের যেখান দিয়ে বাতাস বের হয়, সেখানে কোনো ময়লা জমেছে কি- না, তাও পরীক্ষা করুন। ইচ্ছে করলে কাপড় কিংবা ব্রাশ দিয়ে ময়লা পরিষ্কার করে ফেলতে পারেন।
# ল্যাপটপের জন্য একটি স্ট্যান্ড কিনতে পারেন। এতে করে ল্যাপটপ গরম হবে কম।
#. কখনও ল্যাপটপে অপ্রয়োজনীয় কোনো প্রোগ্রাম বেশিক্ষণ চালু রাখবেন না।
# ল্যাপটপ বিছানার ওপর দীর্ঘ সময় ব্যবহার করবেন না। শীতল পরিবেশে ব্যবহার করায় উত্তম।
# ল্যাপটপের বায়োস সেটিংস পরীক্ষা করে সেখান থেকে টেম্পারেচার সেটিংস সুবিধামতো পরিবর্তন করতে হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।