দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিফা বিশ্বকাপ ফুটবলে এবারের কাতার আসরে এক অন্য রকম খেলা দেখালো আর্জেন্টিনা। এবারের আসরের প্রথম ম্যাচের সঙ্গে মেলালে বিষয়টি পরিস্কার হবে। পুরো বিশ্বই দেখেছে তা।
বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত এই খেলাটি বিশ্বের খেলা প্রিয় মানুষদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ পুরো খেলায় প্রাধান্য ছিলো আর্জেন্টিনার। পোল্যাণ্ড কোনো আক্রমণই রচনা করতে পারেনি। প্রথমার্ধে পোল্যান্ড শুধুই রক্ষণাত্বকভাবে খেলেছে। তবে দু:খের বিষয় হলো মেসি কোন গোল পাননি। প্যানাল্টি মিস করার কারণে বেশ মুচড়ে গিয়েছিলেন মেসি। যে কারণে বেশ কিছু শর্ট করেও গোলের দেখা পাননি তিনি। তবে আর্জেন্টিনার রাতের খেলা দেখে অনেকেই বলেছেন, এবার আর্জেন্টিনা অনেক দূর যাবে।
এদিকে এই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড অর্থাৎ নকআউট পর্বে চলে গেছে। অপরদিকে ম্যাক্সিকো ও সৌদি আরবের খেলার কারণে বিশেষ করে সৌদির এক গোলের কারণে হেরেও নকআউটে গেছে পোল্যান্ড। এটি হয়েছে গোলের সমিকরণের কারণে।
নক আউটে মুখোমুখি হবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, ফ্রান্স-পোল্যান্ড। চাপ নিয়ে খেলতে অভ্যস্ত মেসি। যে কারণে তারা বেশ শক্তভাবেই মোকাবেলা করবেন বলে মনে হয়।
এদিকে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তরাও গত রাতে ব্যাপক উৎসাহ নিয়ে খেলা দেখেছেন। চানাচুর, চিপস, কফিতে মুখ দিয়ে মেতে ছিলেন সমর্থকরা। তবে খেলা দেখে এবং ২-০ গোলে জেতার পর তারা উল্লাস করেছেন গভীর রাতেও। এক অন্যরকম মাতামাতি ছিলো গত রাতে।
এখন শুধুই অপেক্ষা নকআউট পর্বের খেলা দেখার। তখন কি খেলা দেখায় ম্যারাডোনার শিষ্যরা তা দেখার জন্য মুখিয়ে আছেন বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি দর্শক সমর্থকরা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।