দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাতার বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে রাত ৯টার প্রথম খেলায় বিশ্ব ফুটবলে ফেভারিট ব্রাজিলকে টাইব্রেকারে পরাজিত করে ক্রোয়েশিয়া সেমিফাইনালে চলে গেছে। রাত ১টার দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে পরাজিত করে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠে গেছে।
কাতার বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে রাত ৯টার প্রথম খেলায় বিশ্ব ফুটবলে ফেভারিট ব্রাজিলকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালে চলে গেছে। রাত ১টার দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে পরাজিত করে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠে গেছে।
টান টান উত্তেজনাপূর্ণ খেলাদুটোতে প্রথম খেলায় ১-১ গোলে ড্র করার পর অতিরিক্ত খেলায় গড়ায়। তাতেও ড্র থাকায় টাইব্রেকারে ব্রাজিলকে পরাজিত করে ক্রোয়েশিয়া সেমিফাইনালে উঠে যায়।
অপর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ সময় রাত ১টায়। এই খেলাতে প্রথমে আর্জেন্টিনা ২ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে এসে নেদারল্যান্ড দুটি গোলই পরিশোধ করে। যে কারণে ড্র হওয়া খেলাটি অতিরিক্ত খেলায় গিয়েও কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে পরাজিত করে আর্জেন্টিনা সেমিফাইনাল নিশ্চিত করে। দুটি খেলায় ছিলো টান টান উত্তেজনা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।