দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ে পা রাখছেন। গত সপ্তাহে ‘করক সিং’র শুটিংয়ের মধ্যদিয়ে হিন্দি সিনেমায় যাত্রা শুরু করেছেন এই অভিনেত্রী।
যেখানে এই অভিনেত্রীকে বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলে জানা যায়।
শুটিং শুরুর পূর্বে একসঙ্গে ক্যামেরাবন্দিও হয়েছেন তারা। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমাটির নাম ‘করক সিং’। জানা যায়, ভারতীয় গণমাধ্যম বলছে, নাম এখনও চূড়ান্ত হয়নি। এতে আরও থাকছেন ‘দিল বেচারা’খ্যাত সানজানা সাঙ্ঘি। তাছাড়াও আরও থাকছেন মালায়লাম তারকা পার্বতী থিরুবথু। যিনি তুমুল জনপ্রিয় সিনেমা ‘চার্লি’তেও অভিনয় করেছিলেন। সব মিলিয়ে বলা যায় যে, প্রথম হিন্দি সিনেমায় পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী এবং সানজানার মতো সহশিল্পী পেয়েছেন জয়া। এই সিনেমাটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।
এই বিষয়ে জয়া আহসান বলেছেন, ‘এটা আমার প্রথম হিন্দি ছবি এবং আমার চরিত্রটিই গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে এই ছবির প্রস্তাব আসে, আমি তখন রোমাঞ্চিত হয়েছি এবং তাৎক্ষণিকভাবেই হ্যাঁ বলেছিলাম। কারণ অনিরুদ্ধ রায় চৌধুরী এবং পঙ্কজ ত্রিপাঠির মতো সহশিল্পীর লোভটা আমি সামলাতে পারিনি। আমি চেয়েছিলাম, তাদের দুজনের সঙ্গেই কাজ করতে। অবশেষে আমার প্রথম হিন্দি ছবিতে সেটা হলো!’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।