দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ফ্রাঙ্কফুট মোটর শো শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর, ব্রিটিশ কার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জাগুয়ার জানিয়েছে তাঁদের সর্বশেষ সংস্করণ আধুনিক কার C-X17 ফ্রাঙ্কফুট মোটর শো’তে প্রকাশ করবেন।
জাগুয়ার ব্রিটিশ মাল্টিন্যাশনাল গাড়ি প্রস্তুতকারী বিখ্যাত কোম্পানি। তাঁরা ইতোমধ্যে তাঁদের নতুন C-X17 গাড়ির কনসেপ্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং কাজ করছেন। জাগুয়ার সূত্র থেকে এখনো তাঁদের C-X17 গাড়ির বিষয়ে কোন বিস্তারিত কিছুই জানানো হয়নি।
জাগুয়ার তাঁদের নতুন C-X17 মডেলের এই গাড়ির বিষয়ে কেবল জানিয়েছেন তাঁরা রহস্যময়োতায় ঘেরা একটি নতুন প্রজন্মের গাড়ি তৈরি করতে যাচ্ছেন যা ভবিষ্যতে জাগুয়ারকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে।
যাইহোক জাগুয়ার তাঁদের নতুন রহস্যময় C-X17 মডেলের এই গাড়িটি জনসম্মুখে নিয়ে আসবে ১০ সেপ্টেম্বর ফ্রাঙ্কফুট মোটর শো’তে। এই রহস্যময় মডেল ছাড়াও জাগুয়ার এই সো’তে আরও কিছু মডেলের গাড়ি অবমুক্ত করবে সেগুলো হচ্ছে, XJR, XFRS এবং F-Type। এখন আপাতত ১০ তারিখের ফ্রাঙ্কফুট মোটর শো’ শুরু হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে।
জাগুয়ারের নতুন মডেলের গাড়ি সমূহের ছবিঃ
সূত্রঃ The Tech Journal।