দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজব এক সমস্যার মুখোমুখি হয়েছেন ভারতের উত্তরপ্রদেশের হারদোই জেলার আহিরোরি ব্লকের গ্রামগুলো। মাছির উৎপাতে নতুন বউয়েরা নাকি শ্বশুরবাড়িতে এসেই ছুটছেন বাপের বাড়ি!
আপনি হয়তো অবাক হলেও এই ঘটনাটি কিন্তু আসলেও সত্যি। বাধাইয়ান পুরওয়া গ্রামের প্রায় ৬ জন নতুন বউ মাছির যন্ত্রণায় বিরক্ত হয়ে শেষ পর্যন্ত এক বছরের মধ্যেই তাদের বাবার বাড়িতে ফিরে গিয়েছেন! স্বামীরা গিয়ে তাদের ফিরিয়ে আনার নানাবিধ চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তারা কেওই শ্বশুরবাড়ি ফিরতে আর রাজি হননি। তাদের শর্ত হলো, স্বামীদের গ্রাম বদল করতে হবে, নয়তো তারা আর ফিরবেন না।
বাধাইয়ান পুরওয়া, কুইয়ান, দেই, পট্টি, সালেমপুর, ফতেপুর, ঢাল পুরওয়া, নয়া গাঁও, দেওরিয়া ও একঘরা গ্রামগুলোর বাসিন্দারা সবাই মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। গ্রামগুলোর বিবাহিত পুরুষরা হতাশায় ভুগছেন অনাকাঙ্ক্ষিত এই সমস্যাটি নিয়ে। অপরদিকে, অবিবাহিতদের অবস্থাও একেবারে নাজেহাল। তাদের আর বিয়ে করতেই রাজি হচ্ছেন না কেও।
গ্রামবাসীরা এইসব মাছির বিষয়টি নিয়ে বেশ সমস্যায় পড়েছেন। বিয়ে ছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত নানা জটিলতা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। ২০১৪ সালে গ্রামে একটি পোলট্রি ফার্ম খোলার পর হতেই এই সমস্যার শুরু হয়েছিলো। অথচ এই বছর গ্রামে কোনও বিয়েই হয়নি। গ্রামবাসীরা সরকারি দৃষ্টি আকর্ষণের জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।