দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ শুভ বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই বড়দিন। ধর্মীয় উৎসাহ এবং উদ্দীপনায় পালিত হচ্ছে বড়দিন।
প্রতিবছর ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় উৎসব বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট দুই হাজারেরও বেশি বছর আগে এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন।
বড়দিন উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
গতকাল শনিবার বিকালের মধ্যেই প্রতিটি গীর্জায় বড়দিন পালনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়। সন্ধ্যার পর থেকেই গীর্জায় গীর্জায় রঙ্গিন বাতি দিয়ে সাজানো হয়। রাত বাড়ার সাথে সাথে শুরু বড় দিনের অনুষ্ঠানসূচি। রাত ১২টা ১ মিনিটে বিশেষ সভার মাধ্যমে সূচনা হয় বড়দিনের অনুষ্ঠানের। রাজধানীর প্রায় সবগুলো গীর্জাতে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। যাকে ধর্মীয় এই আচার-আচরণে কোন প্রকার বিঘ্ন না ঘটে। বড়দিন উপলক্ষে বাংলাদেশে আজ সরকারি ছুটি।
সন্ধ্যার পর চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বড়দিনের প্রধান আকর্ষণ হলো আজ সকাল সাড়ে ৭টা এবং সকাল সাড়ে ৯ টায় গীর্জায় দু’দফা প্রার্থনা। বড়দিনে শিশুদের অন্যতম আকর্ষণ হচ্ছে লাল রংয়ের পোশাক পরিহিত বুড়ো সাস্তাক্লজের কাছ থেকে উপহার গ্রহণ।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যার আগেই প্রতিটি গীর্জা, বড় বড় হোটেল এবং বাসা-বাড়িতে বড়দিনের ক্রিসমাস ট্রি সাজানো সম্পন্ন হয়েছে। প্রতি বছরের মতো এবারও থাকছে বিভিন্ন ধরনের আয়োজন।
বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের দি ঢাকা টাইমস্ এর পক্ষ থেকে শুভেচ্ছা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।