দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ফেসবুক চাইছে এর ব্যবহারকারীদের প্রাইভেসি ব্যবস্থায় আমুল পরিবর্তন আনতে কিন্তু এটি এতো সহজে আনা যাচ্ছেনা, ইতোমধ্যে মামলার সম্মুখীন হতে হয়েছে ফেসবুক কর্তৃপক্ষকে।
ফেসবুক তাঁদের এই পরিবর্তন নিয়ে অনেক আগেই ঘোষণা দিলেও তা আনতে কেন দেরি হচ্ছে সে বিষয়ে অবশ্য ভিন্ন ব্যাখ্যা দিয়েছে, ফেসবুক জানিয়েছে তাঁদের নতুন প্রাইভেসি ব্যবস্থা আনতে এখনো কিছু সময় লাগবে কারণ তাঁরা গ্রাহকের মতামত এবং প্রিভিউ পর্যালোচনা করছেন, এসব বিবেচনা করে প্রয়োজনে ঘোষিত প্রাইভেসিতে আরও পরিবর্তনও আনা হতে পারে।
ফেসবুকের প্রাইভেসি ব্যবস্থার সাথে দ্বিমত পোষণ করে ইতোমধ্যে অ্যামেরিকার আদালতে মামালা হয়েছে অভিযোগ ফেসবুকের প্রাইভেসি ব্যবস্থা সরাসরি ২০১১ সালের FTC এবং ফেসবুকের মধ্যকার চুক্তির পরিপন্থি!
এদিকে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ফেসবুক তাঁদের চুক্তি ভঙ্গ করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। এক্ষেত্রে ব্যবহারকারীর পরিসংখ্যান ব্যক্তিগত তথ্য এবং প্রোফাইল ছবিও ব্যবহারের অভিযোগ রয়েছে।
তবে ফেসবুক জানিয়েছে তাঁরা একটি নতুন প্রাইভেসি ব্যবস্থা নিয়ে আসতে যাচ্ছে যাতে করে এর ব্যবহারকারী নিজে ঠিক করে দিতে পারবেন তাঁর কোন ধরণের তথ্য কোথায় কোথায় ব্যবহার করা যাবে।
কবে নাগাদ এই পরিবর্তন আনা হবে এই বিষয়ে ফেসবুক জানিয়েছে এটি এখনো পর্যালোচনায় আছে আগামী সাপ্তাহের দিকে আশা করা যায় এটি পূর্ণ রূপ সবাই জানতে পারবেন।
এদিকে ফেসবুকের এই ঘন ঘন পরিবর্তন এর ১২০ কোটি গ্রাহক ভালো ভাবে নিচ্ছেনা। তাঁরা নিজেদের স্ট্যাটাস এবং বিভিন্ন ব্লগ ও সাইটে ফেসবুকের নতুন নতুন এসব পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। দেখা যাক ফেসবুক নতুন সৃষ্ট প্রেক্ষিতে কি আবার কি পরিবর্তন নিয়ে আসে।
সূত্রঃ দি টেক জার্নাল।