দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘গুটি’ ওয়েব সিরিজের মাধ্যমে সাম্প্রতিক সময় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বেশ প্রশংসিত হয়েছেন। এখানে ‘সুলতানা’ নামক মাদক কারবারি রূপে নিজেকে পুরোপুরি তুলে ধরছেন দর্শকদের সামনে।
এবার এই জনপ্রিয় অভিনেত্রী দিয়েছেন নতুন খবর। নতুন মিশনে নামতে যাচ্ছেন তিনি। নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। নাম দেওয়া হয়েছে ‘ডেল্টা ২০৫১’।
এই সিরিজটিতে তিনি হাজির হবেন প্রিসিলা নামে একটি চরিত্রে। এই সিরিজটির চিত্রনাট্য করেছেন তানিম নূর। পরিচালনায় থাকছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। প্রযোজনা করবেন সৈয়দ আহমেদ শাওকী।
এই সিরিজ বিষয়ে বাঁধন বলেছেন, ধন্যবাদ জানাতে চাই এতো ঘটনা দুর্ঘটনার পরও আমাকে নিয়ে কাজ করার জন্য। সিরিজটির নির্মাতা অসাধারণ একটি চরিত্র নিয়ে এসেছেন আমার জন্য। আমি অবাক হয়েছি এই ধরনের একটা গল্প বলার চিন্তা আমাদের এখানে রয়েছে। বেশিরভাগ মানুষ আমাকে বলেছে, তুমি পর্দায় সারাক্ষণই রেগে থাকছো। শুধু সিরিয়াস চরিত্রে কাজ করছো। এগুলো এখন থেকে বাদ দাও। এমন নানা উপদেশ এসেছে। সেই প্রেক্ষাপটে আমি খুবই গ্রেটফুল যে- যারা আমার জন্য এই চরিত্রটি চূড়ান্ত করেছেন। তিনি আরও জানিয়েছেন, ‘ডেল্টা ২০৫১’ সিরিজের গল্পটি ২০৫১ সালের বাংলাদেশের প্রেক্ষাপট নিয়েই। যার অনেকটাই মূলত ফ্যান্টাসি। অর্থাৎ জনসংখ্যা বাড়তে বাড়তে দেশের এমন পরিস্থিতি হবে যে, তখন একটা আইনও হবে। যে আইনটিতে লেখা থাকবে, কোনো দম্পতি সন্তান নিতে চাইলেই সেই পরিবারের একজনকে মারা যেতে হবে! অর্থাৎ একটি মৃত্যুর বিপরীতে একটি নবজাতক! গল্পে দেখা যাবে যে, প্রিসিলা একজন যুবতী, যে ভালোবেসে বিয়ে করেছে রাসেলকে। রাসেলের মা ও ছোট ভাই রয়েছে। যদিও ছোট ভাই এবং তার বউয়ের সঙ্গে রাসেলের মা বসবাস করেন। সালটা হচ্ছে ২০৫০। ইতিমধ্যেই ২০৩৫ সালে প্রণীত হওয়া মানব প্রজনন নিয়ন্ত্রণ আইন কার্যকরও হয়েছে। তাই এই শহরে ভালোবাসা এখনও টিকে থাকলেও মা বা বাবা হওয়ার শখ-আহ্লাদটা মোটামুটি মিটে গেছে সবার। তবু, প্রিসিলা স্বপ্ন দেখে, সে একদিন মা হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।