জিয়া উদ্দিন ॥ যেসকল স্কুলে দরিদ্র শিশুদের পড়াশোনা করার নুন্নতম সুবিধাও নেই সেই সকল স্কুলকে সাহায্য করতে আয়োজন হতে যাচ্ছে “ওরেল ইনিশিয়েটর” নামে একটি কুইজ অনুষ্ঠান যা প্রচারিত হবে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে।
বিলাসী নগর জীবনের গণ্ডি পেরলেই পাওয়া যাবে তাঁদের, একটু ভালো করে দেখার ম ত দৃষ্টি দিলেই বাংলাদেশের সর্বত্র রয়েছে অসংখ্য শিশু যারা শিক্ষা লাভের আশায় থাকে যাদের আগ্রহ আছে কিন্তু সামর্থ্য নেই ঐ সকল শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এগিয়ে আশা অনেকেই আছেন এরা যেসব স্কুলে শিক্ষা নেয় সেখানে নেই কমের মাঝে হলেও কোন সুবিধা, নেই ব্ল্যাক বোর্ড, ডাস্টার কিংবা চক! তারপরও প্রতিবছর বোর্ড পরীক্ষায় আমরা এমন অনেক স্কুল এবং ছাত্র ছাত্রীর নাম জানতে পারি যারা কেবল নিজেদের অদম্য ইচ্ছা শক্তিতেই সমাজের ধনী শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাথে তাল মিলিয়ে ভালো ফলাফল করেছে।
এসকল ছাত্র ছাত্রীদের মেধার বিকাশের জন্য শিক্ষার সুযোগ করে দেয়ার জন্য সরকারি ব্যবস্থা কখনোই পর্যাপ্ত নয় দরকার সাধারণের এগিয়ে আশা। সেই উদ্যোগ নিয়েছে “কোজিটো মার্কেটিং সলিউশন” নামে একটি প্রতিষ্ঠান। তাঁরা একটি টিভি কুইজ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে যেখানে অংশ নিবে সমাজের নামি দামী বিদ্যালয়ের শিক্ষার্থীরা! তাঁরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে লড়বে ঐসব সুবিধা বঞ্ছিত স্কুল ও শিক্ষার্থীদের জন্য যাদের উদ্যম আছে কিন্তু সুবিধা নেই।
প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা কুইজের উত্তর দিয়ে জিতে নিতে পারবে প্রাইজ মানি। প্রতি স্কুল সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত খেলতে পারবে তবে জিতে নেয়া এসব টাকা প্রদান করা হবে দেশের সুবিধা বঞ্চিত স্কুল সমূহকে। প্রতিটা স্কুল খেলবে সুবিধা বঞ্ছিত প্রতিটা স্কুলের জন্য তাই সম্পূর্ণ এই আয়োজনের নাম দেয়া হয়ছে স্কুলের জন্য স্কুল! আর টিভিতে প্রচারিত কুইজ অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে “ওরেল ইনিশিয়েটর”। এই অনুষ্ঠানের স্পন্সর হিসেবে সকল আর্থিক সাহায্য দেয়া হবে “নিউক্লিাস মাউন্ড” নামে একটি প্রতিষ্ঠানের তরফ থেকে। যখন প্রতিযোগিতা টিভিতে প্রচারিত হবে তখন আয়োজকদের পক্ষথেকে ব্যাক্তিগত ভাবে যদি কেউ কোন স্কুলকে অনুদান দিতে চায় তবে তাকেও স্বাগতম জানানো হবে বলে জানানো হয়েছে।
এই অনুষ্ঠানের আয়োজকদের প্রধান এবং অন্যতম লক্ষ্য দেশের সুবিধা বঞ্ছিত স্কুল সমূহের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করা।
এই মহৎ উদ্যোগ গ্রহণ করাতে উদ্যোক্তাদের ঢাকা টাইমস এর পক্ষ থেকে শুভেচ্ছা রইল।