দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরে এসে নেটফ্লিক্স কর্তৃপক্ষ নিশেধাজ্ঞা জারি করেছে। তাতে বলা হয়েছে, বন্ধুদের মধ্যে নেটফ্লিক্সের পাসওয়ার্ড দেওয়া যাবে না। তবে সেটি কীভাবে করবেন এই সংস্থাটি? সেটি এখনও কেও জানেন না।
নেটফ্লিক্স ব্যবহারকারীর সংখ্যা নেহায়েত কম নয়। অথচ সেই তুলনায় সংস্থার বার্ষিক আয় নাকি খুবই কম। এক সমীক্ষায় এই বিষয়টি উঠে আসতেই অনুসন্ধান শুরু করেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে নানা উপায় বের করার চেষ্টা করেন সংস্থার প্রযুক্তিবিদরা।
সংস্থা প্রধান রিড হেস্টিং সম্প্রতি জানিয়েছেন যে, একই পাসওয়ার্ড কতোজন মিলে ব্যবহার করছেন, তা বুঝে ফেলবে নতুন এই প্রযুক্তি। তখনই পাসওয়ার্ড ভাগ করে নেওয়া আটকে দেবেন তারা।
এই বিষয়ে নেটফ্লিক্সের পক্ষ হতে জানানো হয়, একই অ্যাকাউন্ট অনেকে মিলে ব্যবহার করলে গ্রাহকসংখ্যা এমনিতেই কমতেই থাকে। সমীক্ষায় দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে একটি পাসওয়ার্ড ব্যবহার করে একসঙ্গে তিন থেকে চার জন অ্যাকাউন্ট খোলেন। সাবস্ক্রিপশনের অর্থ নিজেদের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় বাড়তি সুবিধা পাওয়া যেতো এতোদিন। এখন থেকে তা আর হবে না।
নেটফ্লিক্সের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করতে পারেন দর্শকরা। তবে এই ক্ষেত্রে তাদের হাত-পা বাঁধা, সে কথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে ওটিটি সংস্থাটি। তবে কর্তৃপক্ষ আশা করছেন, নতুন এই পদক্ষেপের কারণে নতুন নতুন দর্শক পাবে নেটফ্লিক্স।
কিন্তু প্রশ্ন উঠেছে যে, কে বিনামূল্যে নেটফ্লিক্স পরিষেবা নিচ্ছেন, তা কীভাবে নির্ধারণ করবে সংস্থা? স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফ হতে জানানো হয়, আইপি অ্যাড্রেস, ডিভাইস অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি দেখেই বোঝা যাবে একই পাসওয়ার্ড ব্যবহার করে কতোজন নেটফ্লিক্স ব্যবহার করছেন। আর সেটি বুঝে ফেলতে পারলেই আটকানো যাবে এভাবে একই পাসওয়ার্ড ব্যবহার করে একাধিক ব্যক্তির নেটফ্লিক্স ব্যবহারের প্রবণতা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।