দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোভিড মহামারী ও বন্যায় বিলম্বিত শিক্ষাবর্ষ শেষে সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া এইচএসসি এবং সমমানের পরীক্ষায় এবার পাস করেছে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী।
দীর্ঘদিনের অপেক্ষার পর দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ ৫ পেয়েছেন, যা দেখা যাচ্ছে উত্তীর্ণের মোট সংখ্যার ১৭.৪২ শতাংশ।
২০২১ সালের এইচএসসি পরীক্ষাও মহামারীর কারণে বিলম্বিত হয়। সেবারও বিষয় কমিয়ে, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছিলো। তাতে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলো। জিপিএ-৫ পেয়েছিলো ১ লাখ ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।
সেই হিসাবে ২০২২ সালের পরীক্ষায় পাসের হার কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ পয়েন্ট। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন।
২০২০ সালে মহামারীর কারণে পরীক্ষাই হয়নি। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতেই মূল্যায়নে সবাই পাস করে, জিপিএ-৫ পায় ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন।
মহামারী শুরুর পূর্বে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় সার্বিকভাবে পাস করে ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী। যাদের মধ্যে মোট ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী পাঁচে পাঁচ জিপিএ পায়।
শিক্ষামন্ত্রী দীপু মনি আজ (বুধবার) সকালে প্রথম সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠান সরকারপ্রধানের হাতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাউস চেপে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন।
বেলা সাড়ে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। এছাড়াও পরীক্ষা কেন্দ্র এবং স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করা যাচ্ছে ফল।
যেভাবে জানতে পারবেন ফল
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে তারপর রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন- HSC Dha 123456 2022 send to 16222)। তখন ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে। অপরদিকে আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এছাড়াও কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে তারপর রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
বোর্ড সূত্র জানিয়েছে, তাদের অধীন প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করেও শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। আর www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোডও করা যাবে।