দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডাক্তাররা বলেন, বেশি হাসলে শরীর মন দুইই ভালো থাকে। কিন্তু এই হাসি কারো গলার ফাঁস হতে পারে তা কিন্তু জানা ছিল না। এমনই ঘটনা ঘটেছে চীনে। হাসার কারণে ১৪ বছরের জেলের ঘানি টানতে হবে এক সরকারি কর্মকর্তাকে।
রামগরুরের ছানা, হাসতে তাদের মানা- এই রামগরুরের মতো মুখ গোমড়া করে রাখলেই হয়তো ভালো করতেন চীনের ইয়াং দাচাই। কেননা এই হাসির কারণেই তাকে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল দেশটির আদালত তাকে এই কারাদণ্ড দেন। ইয়াংয়ের বিরুদ্ধে অবশ্য ঘুষ নেওয়া ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ ছিল।
তবে ঘুষ হোক আর যায়ই হোকা- হাসতে গিয়েই মূলত ফেঁসে যান সরকারি কর্মকর্তা ইয়ান। ২০১২ সালের এক বাস দুর্ঘটনাস্থল হাসিমুখেই পরিদর্শন করেছিলেন তিনি। আর তার ওই হাসার কারণেই পরবর্তীতে তার ঘুষের বিষয়টি ফাঁস হয়ে যায়। বলতে হবে বিধি বাম- ওই দুর্ঘটনায় ৩৬ জন মানুষ মারা গিয়েছিলেন। তথ্যসূত্র: বিবিসি।